রাজ কাপুর ফিরলেন? রাহার এই বৈশিষ্ট দেখে চমকে যাচ্ছে নেটপাড়া
Bollywood Gossip: ২৫ ডিসেম্বর বড়দিনে সন্তানকে সকলের সামনে আনলেন তাঁরা। আর কারও সন্তানের মুখ দেখা মানেই প্রশ্ন একটাই, কার মতো দেখতে হয়েছে তাঁকে? না, নেটপাড়া একেবারেই মানতে নারাজ যে আলিয়া কিংবা রণবীরের মতো দেখতে হয়েছে তাকে।
কাপুর পরিবার এখন খবরের শিরোনামে। কারণ একটাই, এই পরিবারের নতুন সদস্য রাহা কাপুরকে দেখা গিয়েছে একবছর পর। একটা বছরের দীর্ঘ অপেক্ষা। কবে বলিপাড়ার অন্যতম জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুরের সন্তান সামনে আসবে? পাপারাৎজিদের সঙ্গে আলাপ হয়েছিল আগেই। কিন্তু শর্ত চাপিয়ে ছিলেন আলিয়া ভাট। জানিয়েছিলেন, তাঁদের অনুমতি ছাড়া রাহার ছবি ছাপা হলেই বিপদ। আইনি পথে হাঁটবেন। কিন্তু সেই প্রতিজ্ঞা ভঙ্গ করেননি কেউই। তার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন তাঁরা। তবে অপেক্ষা সুদীর্ঘ না করে এবার ২৫ ডিসেম্বর বড়দিনে সন্তানকে সকলের সামনে আনলেন তাঁরা। আর কারও সন্তানের মুখ দেখা মানেই প্রশ্ন একটাই, কার মতো দেখতে হয়েছে তাঁকে? না, নেটপাড়া একেবারেই মানতে নারাজ যে আলিয়া কিংবা রণবীরের মতো দেখতে হয়েছে তাকে। বরং টেনে আনলেন রাজ কাপুরের সূত্র। চোখ দুটো একেবারে নীল। ফর্সা ডলপুতুলের মতো দেখতে রাহার মাঝেই তাঁরা খুঁজে পেলেন রাজ কাপুরকে।
সেই চেনা দুই চোখ। নীল রঙের মণি। কাপুর পরিবারের অন্যতম বৈশিষ্ট। এখানেই শেষ নয়, অনেকেই রয়েছেন, যাঁরা মনে করেন ঋষি কাপুরই ফিরে এসেছে রাহা হয়ে। রণবীর কাপুরের কোলে। রাহাকে নিয়ে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় মুঠো মুঠো ছবি থেকে ভিডিয়ো ভাইরাল।
View this post on Instagram
প্রসঙ্গত, কয়েকদিন আগেই মেয়ের প্রথম বছরের জন্মদিন গিয়েছে। মেয়ের জন্মদিনে আলিয়া লিখেছিলেন, ”অনেকেই আশা করেছিলেন এদিন হয়তো সকলের সামনে আসবে রাহার ছবি। তবে সেটা যে হচ্ছে না তা কয়েকদিন আগেই স্পষ্ট করে দিয়েছিলেন আলিয়া ভাট। রাহার ছবি প্রকাশ্যে আনা প্রসঙ্গে আলিয়া জানিয়েছিলেন, আমাদের আনন্দ, আমাদের গর্ব, আমাদের জীবনের আলো। এ যেন মনে হচ্ছে সবে তো কালকের কথা, এই গানটা বাজালে তুমি নড়ে উঠতে। আলাদা করে বলার কিছু নেই। এটুকু বলতে পারি তুমি আমাদের জীবনে আশির্বাদ। তোমার উপস্থইতিতে প্রতিটা দিন হয়ে ওঠে ক্রিমি, সুস্বাদু, অনবদ্য কেকের টুকরোর মতো। শুভ জন্মদিন ছোট্ট টাইগার। আমরা তোমাকে আমাদের নিজেদের থেকেও বেশি ভালবাসি।”