Raha Birthday Plan: রাহার জন্মদিন বলে কথা, কাপুর পরিবারের প্ল্যানিং কী?
Raha Kapoor: এই অনুষ্ঠানে যে তৈমুর ও জেহ অংশ নিতে চলেছে তা বলাই বাহুল্য। কারিনা কাপুর ও সাইফ আলি খানের দুই ছেলে সম্পর্কে রাহার দাদা হয়। রণবীর কাপুর জানালেন তাঁদের সঙ্গে মাত্র দু'বারই সাক্ষাৎ হয়েছে রাহার। রাহার বয়স এখন ১১ মাস। সে খুব একটা কাউকে মনে রাখতে পারে না।
দেখতে দেখতে কাপুর পরিবারের নতুন সদস্য অর্থাৎ রাহা কাপুরের এক বছরের জন্মদিন এসে গেল। আর মাত্র কয়েকটা সপ্তাহের অপেক্ষা। ডিসেম্বর মাসেই রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রথম সন্তানের জন্মদিন। রাহা, গোটা পরিবারের চোখের মণি, তাই তাঁর জন্মদিনে কোনও বিশেষ প্ল্যান থাকবে না তা কি হয়! সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুরকে এই নিয়ে মুখ খুলতে শোনা গেল। যেখানে রণবীর কাপুর স্পষ্ট জানিয়ে দিলেন রাহার জন্মদিনে তাঁদের ঠিক কী কী পরিকল্পনা রয়েছে। রণবীর কাপুরের কথায় পরিবারের সকলকে নিয়ে একটি বিশেষ পার্টির আয়োজন করার ইচ্ছে রয়েছে তাঁদের। তবে সেখানে কেবল পরিবারের সদস্যরাই থাকবেন। ফলে পরিবারের সকলেই সেই অনুষ্ঠানের দিকে তাকিয়ে।
এই অনুষ্ঠানে যে তৈমুর ও জেহ অংশ নিতে চলেছে তা বলাই বাহুল্য। কারিনা কাপুর ও সাইফ আলি খানের দুই ছেলে সম্পর্কে রাহার দাদা হয়। রণবীর কাপুর জানালেন তাঁদের সঙ্গে মাত্র দু’বারই সাক্ষাৎ হয়েছে রাহার। রাহার বয়স এখন ১১ মাস। সে খুব একটা কাউকে মনে রাখতে পারে না। রণবীর কাপুর কেও নাকি মাঝে মাঝে চিনতে পারে মাঝে মাঝে চিনতে পারে না। তবে বিশ্বাসের সঙ্গে একটি কথা রণবীর জানিয়েছেন, আর তা হল রাহা তার মা অর্থাৎ আলিয়া ভাটের থেকে অনেক বেশি বাবাকেই অর্থাৎ তাঁকেই ভালবাসে। রণবীর কাপুর রাহাকে ছেড়ে বিন্দুমাত্র থাকতে পারেন না। একাধিক বা সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন রাহা ছাড়া কয়েক দিন থাকার পরই তাঁর খুব অস্বস্তি হয়। বিমানবন্দরে পৌঁছে তিনি প্রথমে ছুটে বাড়িতে এসে মেয়ের সঙ্গে দেখা করেন। আলিয়ার ক্ষেত্রেও অনুভূতিটা একই। তবে রাহার মুখ এখনও পর্যন্ত দেখেননি দর্শকেরা। সকলেই তাই মুখিয়ে রয়েছেন, এই জব্মদিনে কি দেখা মিলবে রাহার সঙ্গে? উত্তর সময় দেবে।