Ranbir Kapoor: রণবীরের প্লে লিস্টে রয়েছে কী? রাহা নাকি অন্য গান রাখতেই দেয়নি!

Alia Bhatt: ২০২২ সালের ৬ নভেম্বর জন্ম হয় আলিয়া ভাট এবং রণবীর কাপুরের একমাত্র কন্যাসন্তান রাহা কাপুরের। ২০২২ সালের ১৪ এপ্রিল তাঁদের বাস্তু বাড়িতে বিয়ে করেন আলিয়া-রণবীর। বিয়ের কয়েক দিনের মধ্যেই জানা যায় আলিয়া অন্তঃসত্ত্বা। আল্ট্রাসোনোগ্রাফির ঘর থেকে ছবি তুলে পোস্ট করেছিলেন অভিনেত্রী।

Ranbir Kapoor: রণবীরের প্লে লিস্টে রয়েছে কী? রাহা নাকি অন্য গান রাখতেই দেয়নি!
রাহাকে কোলে নিয়ে রণবীর কাপুর।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2023 | 11:28 AM

মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর অভিনীত আসন্ন ছবি ‘অ্যানিম্যাল’। সেখানে রশ্মিকা মন্দানা রয়েছেন রণবীরের সঙ্গে। রয়েছেন অনিল কাপুর, ববি দেওল। ছবির পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ছবির গান ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর কাপুরকে তাঁর প্লেলিস্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল কী আছে তাঁর প্লেলিস্টে। কোন গান তিনি শোনেন। উত্তর জানলে আপনি চমকে যাবেন যে, রণবীর কাপুরের মতো তারকার প্লেলিস্টে এখন বিরাজ করে তাঁর একরত্তি মেয়ে রাহা কাপুরের কিছু প্রিয় গান এবং ছড়া।

রণবীর বলেছেন, “আমার প্লেলিস্টটা আর আমার নেই। প্লেলিস্টে রয়েছে আমার মেয়ে রাহা এবং তাঁর কিছু প্রিয় গান। আমি এখন ঘণ্টায়-ঘণ্টায় বেবি শার্ক শুনি। গানটি এখন আমার কানে বসে গিয়েছে। এছাড়াও, আমার মেয়ে কোকোমেলনের ভিডিয়ো দেখতে ভালোবাসে। সেই সমস্ত গানও রয়েছে আমার প্লেলিস্ট জুড়ে।

২০২২ সালের ৬ নভেম্বর জন্ম হয় আলিয়া ভাট এবং রণবীর কাপুরের একমাত্র কন্যাসন্তান রাহা কাপুরের। ২০২২ সালের ১৪ এপ্রিল তাঁদের বাস্তু বাড়িতে বিয়ে করেন আলিয়া-রণবীর। বিয়ের কয়েক দিনের মধ্যেই জানা যায় আলিয়া অন্তঃসত্ত্বা। আল্ট্রাসোনোগ্রাফির ঘর থেকে ছবি তুলে পোস্ট করেছিলেন অভিনেত্রী। বিশ্ববাসীকে জানিয়েছিলেন আসন্ন সন্তান জন্মের খবর। তারপর রাহার জন্ম হয়। সদ্যজাত কন্যাকে কোলে নিয়ে কেঁদে ফেলেছিলেন রণবীর। রাহাকে নিয়ে অনেক চিন্তাভাবনা করেন তিনি। বাবা-মা দু’জনের আদরেই বড় হচ্ছে রাহা। তবে জন্মের পর কাজ থেকে বিরতি নেননি আলিয়া-রণবীর কেউই।