Shocking: রেডকার্পেটে রণবীর সিং, সেলফি তুলতে বেসামাল ভক্তের ভিড়ের মাঝে মার খেলেন অভিনেতা

Ranveer Singh: তালিকা থেকে বাদ পড়েননি বলিউড তারকা রণবীর সিং। তাঁর অচমকাই উপস্থিতিতে রেড কার্পেটের চেনা ছবিটা যায় পাল্টে।

Shocking: রেডকার্পেটে রণবীর সিং, সেলফি তুলতে বেসামাল ভক্তের ভিড়ের মাঝে মার খেলেন অভিনেতা
রণবীরকে তিনি কতটা ভালবাসেন তা তাঁর আলাদা করে প্রমাণ করার কিছু নেই। ফলে সোশ্যাল মিডিয়ায় এদিন তিনি আলাদা করে তেমন বিশেষ কিছু লিখলেন না। কারণ তিনি জানেন তিনি এই সম্পর্কে ঠিক কতটা বিশ্বাসী, সেই সুবাদেই এদিন থাকল না কোনও পোস্ট।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2022 | 3:28 PM

শুনতে অবাক লাগলেও এই ঘটনা নতুন নয়। সেলেবদের কাছে পাওয়া মাত্রই ভক্তরা বেসামাল অবস্থায় অনেক সময়ই ভুলে যান ঠিক-ভুলের বিচার। আর ঠিক সেই কারণেই কড়া নিরাপত্তায় মুড়ে সেলেবদের জনসমক্ষে নিয়ে আসা হয়। সেলেবদের সিকিউরিটি নিয়ে বা দেহরক্ষীদের নিয়ে অতীতে বিতর্ক হয়েছে একাধিক। তবে প্রতিটা ক্ষেত্রে সেই ভক্তরাই প্রমাণ করে দিয়ে থাকেন যে তাঁরা ঠিক কতটা বেসামাল হতে পারেন, নিজের প্রিয় স্টারকে সামনে থেকে দেখলে। ফলে এবারও সেই একই পরিস্থিতির মুখে পড়তে হল রণবীর সিং-কে। দক্ষিণ ভারতের রেডকার্পেটে উপস্থিত হয়েই বিপত্তি। শনিবার রাতে ভক্তদের তাক লাগিয়ে  SIIMA 2022 (সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস)-এর রেডকার্পেটে উপস্থিত হন তিনি।

রণবীর সিং সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস-এ অংশ নিয়েছিলেন, এটি বেঙ্গালুরুতে দুই দিন ব্যাপী অনুষ্ঠান। অভিনেতা ১০ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার রাতে আল্লু অর্জুন এবং বিজয় দেবেরাকোন্ডার মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সন্ধ্যায় রেডকার্পেট হোস্টের ভূমিকায় ছিলেন করেছিলেন রানা দাগ্গুবাতি। এই দিনটি তেলুগু এবং কন্নড় ইন্ডাস্ট্রির জন্য বেশ বড় দিন। পুরস্কার বিতরনীর রাতে কেজিএফ তারকা যশও উপস্থিত ছিলেন এই মঞ্চে।

ফলে তালিকা থেকে বাদ পড়েননি বলিউড তারকা রণবীর সিং। তাঁর অচমকাই উপস্থিতিতে রেড কার্পেটের চেনা ছবিটা যায় পাল্টে। হঠাৎই ভক্তদের ভিড়ে শুরু হয় ঠেলাঠেলি। রেড কার্পেটে উত্তেজিত ভক্তরা তারকাকে এক ঝলক দেখার চেষ্টায় ছিলেন মরিয়া। দক্ষিণী স্টার রানা রণবীরকে রেড কার্পেটে ডেকে মিডিয়াকে অভ্যর্থনা জানালেন বটে, তবে কথা শুরু করার আগেই ভক্তরা সেলফির জন্য রেড কার্পেটের চারপাশে থাকা নিরাপত্তা রক্ষীদের টপকে কাছে চলে আসে। একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ভিড়ের মধ্যে এক ভক্ত অনিচ্ছাকৃত ভাবেই রণবীরের গালে আঘাত করে ফেলেন। যদিও তেমন কোনও বড় অঘটন ঘটার আগেই পরিস্থিতি সামলে নেওয়া হয়েছে বলেই খবর।