Box Office Collection: অয়ন-আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’-র দ্বিতীয় দিনের আয় আশা জাগাচ্ছে বলিউডে একটি হিট সিনেমার 

Box Office Collection: ছবি মিশ্র রিভিউ পেয়েছে। কিন্তু তাই বলে ছবির বক্স অফিসের আয় খারাপ এটা বলা যাবে না। সিনেমাটি বিশ্বব্যাপী ৭৫ কোটি টাকা সংগ্রহ করেছে প্রথমদিন বলেই খবর।

Box Office Collection: অয়ন-আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’-র দ্বিতীয় দিনের আয় আশা জাগাচ্ছে বলিউডে একটি হিট সিনেমার 
রণবীর-আলিয়ার প্রথম ছবির রসায়ন হিটের দিকে নিয়ে যাচ্ছে সিনেমাকে
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2022 | 1:28 PM

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত, রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত বহু প্রতীক্ষীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেয়েছে। ছবি মিশ্র রিভিউ পেয়েছে। কিন্তু তাই বলে ছবির বক্স অফিসের আয় খারাপ এটা বলা যাবে না। সিনেমাটি বিশ্বব্যাপী ৭৫ কোটি টাকা সংগ্রহ করেছে প্রথমদিন বলেই খবর। শুধু তাই নয় মুক্তির পর মিশ্র রিভিউ সত্ত্বেও শনিবারের বক্স অফিস কালেকশনের প্রাথমিক অনুমান বলছে অয়নের সিনেমাটি হিট হওয়ার পথেই এগোচ্ছে। প্রথম দিনে ভারতে ৩৬ কোটি টাকা সংগ্রহ করার পর, ছবিটি দ্বিতীয় দিনে ভাল লাফের সাক্ষী হয়েছে বক্স অফিস। হয়তো শতাংশের দিক থেকে বিশাল নাও হতে পারে তবে খারাপও নয়। দাবি মুম্বইয়ের কিছু সংবাদ মাধ্যমের। তাদরে প্রতিবেদন বলছে দ্বিতীয় দিনে খুব খারাপ আয় হয়নি ছবির।

উত্তর ভারত এবং গুজরাট/সৌরাষ্ট্র সার্কিটগুলোতে শনিবার সিনেমার টিকিটের ঊর্ধ্বমুখী চাহিদা বলে দিচ্ছে যে এটি একটি সিনেমার জন্য ভাল লক্ষণ। ছবি হিন্দি বেল্ট জুড়েও প্রথম দিন ভাল ফল করেছে। ছবির হিন্দি সংস্করণ শুক্রবার প্রায় ৩১ কোটি নেট সংগ্রহ করেছে এবং শনিবারের সংখ্যা ৩৭ কোটি নেট হতে দেখা যাচ্ছে, প্রতিবেদনে আরও বলা হয়েছে।

ছবিটি দক্ষিণেও খুব ভালভাবে সমাদৃত হয়েছে এবং তেলেগুতেও ভাল ব্যবসা করছে। বাণিজ্য বিশ্লেষক শ্রীধর পিল্লাই টাইমসকে বলেছেন, “ব্রহ্মাস্ত্র হিন্দি ছবি হলেও, দক্ষিণে ভাল ব্যবসা করছে, বিশেষ করে তেলেগু ভাষায়। অনেকে ভাবতে পারেন এই ব্যবসা নাগার্জুনের কারণে হচ্ছে, তবে তা নয়, আসলে দক্ষিণে ছবিটির ব্যাপক প্রচারের কারণেই এটা হচ্ছে। রণবীর কাপুর হায়দরাবাদ, চেন্নাই, বিজয়ওয়াড়া সহ দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে ভ্রমণ করেছেন, যেগুলি ছবিটির পক্ষে কাজ করেছে।”

রবিবার ছবিটি আরও বড় লাফ মারবে সিনেমা হলে বলেই আশা করা হচ্ছে। কারণ উইকেন্ডের টিকিট ছবি মুক্তি পাওয়ার আগেই অগ্রমি বুকিংয়ে অনেকেই কেটেছেন। তবে আসল পরীক্ষা শুরু হবে সোমবার। ছবির ভাগ্য নির্ধারণের জন্য রিভিউ কতটা প্রভাব ফেলবে, তা জানা যাবে সোমবারের পর। ব্রহ্মাস্ত্র হিন্দি সংস্করণের দুই দিনের সংগ্রহ প্রায় ৬৮ কোটি টাকা হবে বলে আশা করা হচ্ছে, যেখানে সামগ্রিকভাবে ভারতের সংগ্রহ ৭৬ কোটি টাকার বেশি হতে পারে।