Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অমৃতার থেকে টাকা ধার নিয়ে শুটিংয়ে গিয়েছিলেন সইফ!

অমৃতা শেয়ার করেন, তাঁর বাড়িতে দিন দুয়েক থাকার পর শুটিংয়ে যাওয়ার কথা ছিল সইফের। শুটিংয়ে যাওয়ার আগে সইফ নাকি অমৃতার থেকে ১০০ টাকা ধার নিয়েছিলেন।

অমৃতার থেকে টাকা ধার নিয়ে শুটিংয়ে গিয়েছিলেন সইফ!
সইফ এবং অমৃতা।
Follow Us:
| Updated on: May 31, 2021 | 10:27 PM

বলিউডের দীর্ঘ অভিজ্ঞতা সইফ আলি খানের (Saif Ali Khan)। সাফল্য যেমন এসেছে, ব্যর্থতাও দেখতে হয়েছে অভিনেতাকে। একটা সময় শুটিংয়ে যাওয়ার টাকা থাকত না। প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের থেকে টাকা ধার নিয়ে শুটিংয়ে যেতে হত। ১৯৯৯ নাগাদ একটি যৌথ সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন প্রাক্তন দম্পতি।

অমৃতা শেয়ার করেন, তাঁর বাড়িতে দিন দুয়েক থাকার পর শুটিংয়ে যাওয়ার কথা ছিল সইফের। শুটিংয়ে যাওয়ার আগে সইফ নাকি অমৃতার থেকে ১০০ টাকা ধার নিয়েছিলেন। অমৃতা তাঁর গাড়ি নিয়ে সইফকে শুটিংয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সইফ নাকি তা অস্বীকার করেন। প্রোডাকশনের গাড়িতেই শুটিংয়ে যেতে স্বচ্ছন্দ ছিলেন সইফ।

১৯৯১-এ বিয়ে করেন সইফ-অমৃতা। ২০০৪-এ তাঁদের দাম্পত্য বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান মূলত অমৃতার কাছেই থাকেন। কিন্তু সইফের সঙ্গে সন্তানদের যোগাযোগ রয়েছে। ২০১২-এ সইফ এবং করিনা কাপুর বিয়ে করেন। ২০১৬-এ জন্ম হয় তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খানের। আর চলতি বছরের দ্বিতীয় পুত্রের মা হয়েছেন করিনা। কিন্তু সারা এবং ইব্রাহিমের সঙ্গে করিনার সম্পর্কও বেশ ভাল।

আরও পড়ুন, প্রার্থনা করব কাউকেই যেন হাসপাতালে ভর্তি করতে না হয়: দেব