‘পৃথ্বীরাজ’ নাম না বদলালে ‘পদ্মাবত’-এর পরিণতির শিকার হবেন: সতর্কবার্তা কর্ণী সেনার
তাঁরা মূলত যে তিনটি শর্ত রেখেছে তা হল, মুক্তির আগে ছবিটির স্ক্রিনিং, ছবিটি রাজপুত সমাজকে দেখাতে হবে, এবং পুরো নামটির হবে ছবির শিরোনাম – ‘বীর যোদ্ধা সম্রাট পৃথ্বীরাজ চৌহান’।
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন ছবি ‘পৃথ্বীরাজ’ শিরোনাম নিয়ে কর্ণী সেনার পক্ষ থেকে দেওয়া হল হুমকি। ছবিটি সম্রাট পৃথ্বীরাজ চৌহানের একটি বায়োপিক এবং এটি পরিচালনা করেছেন চন্দ্রপকাশ দ্বিবেদী। কর্ণী সেনার যুব শাখার সভাপতি সুরজিৎ সিং রাঠোর ফিল্ম রিলিজের ক্ষেত্রে কিছু শর্তও রেখেছেন।
তাঁরা অক্ষয় কুমার এবং আদিত্য চোপড়াকে স্পষ্টভাবে সতর্ক করেছেন যে তাঁরা যদি তাঁদের দাবি না মানেন তবে সঞ্জয় লীলা বনসালীর ‘পদ্মাবত’ চলাকালীন যে পরিস্থিতির মুখে পড়েছিলেন, ঠিক তেমনই ঘটতে চলেছে।
আরও পড়ুন ‘গেন্দা ফুল’-এর সুগন্ধ ছিল, চাঁদি ফাটা গরমে ভেজাতে আসছেন জ্যাকলিন-বাদশাহ
সুরজিৎ সিং রাঠোর তার ইনস্টাগ্রাম পেজে কয়েকটি ক্লিপ শেয়ার করেছেন এবং লিখেছেন যে সংগঠন অক্ষয় কুমারকে শ্রদ্ধা করে। এমনকি তিনি আরও বলেন যে আদিত্য চোপড়ার উচিৎ সর্বশেষ ‘হিন্দু সম্রাট’কে সম্মান করা এবং তাঁর নাম যথাযথ সম্মানের সঙ্গে ব্যবহার করা। এমনকি তিনি তাদের সতর্কও করেন যে তাঁদের পরিণতি ভোগ করতে হবে এবং সমস্ত ক্ষতির জন্য যশ রাজ ফিল্মস দায়বদ্ধ থাকবে। তাঁরা মূলত যে তিনটি শর্ত রেখেছে তা হল, মুক্তির আগে ছবিটির স্ক্রিনিং, ছবিটি রাজপুত সমাজকে দেখাতে হবে, এবং পুরো নামটির হবে ছবির শিরোনাম – ‘বীর যোদ্ধা সম্রাট পৃথ্বীরাজ চৌহান’।
View this post on Instagram
এক সাক্ষাৎকারে রাঠোর বলেন, “ফিল্মটি যখন পৃথ্বীরাজ চৌহানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে তখন তাঁরা কীভাবে ‘পৃথ্বীরাজ’ ছবির নাম রাখতে পারেন? আমরা চাই যে তাঁকে সম্মান দেওয়া হোক এবং ছবির টাইটেলে তাঁর পুরো নামে পরিবর্তিত হোক। তাঁরা আমাদের কথা না মানলে তাঁদের পরিণতি ভোগ করতে হবে। ‘পদ্মাবত’ চলাকালীন সঞ্জয় লীলা বনসালীর যা হয়েছিল, ছবির নির্মাতাদেরও সেই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।”