Salman Khan: সলমান খান সময় বের করছেন হলিউড অভিনেত্রী সামান্থা লকউডের জন্য !!!
Salman Khan: সলমান খানের সঙ্গে হলিউড অভিনেত্রী সামান্থার ইনস্টা পোস্ট, আবার উসকে দিল ভাইজানের প্রেমের গুঞ্জন।
সলমান খান প্রেম করছেন হলিউড অভিনেত্রী সামান্থা লকউডের সঙ্গে। এই গুঞ্জন বলিপাড়ায় ঘুরছে। সম্প্রতি সামান্থা তাঁর ইনস্টাগ্রামে সলমান খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবিতে সামান্থা আর সলমান হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ছবির সঙ্গে ক্যাপশানেও তিনি বুঝিয়েছেন বলিউডের দাবাং খান আর তাঁর পরিবারের সঙ্গে দেখা করে তিনি কতটা খুশি হয়েছেন। এর পাশাপাশি ‘শুট দ্য হিরো’র অভিনেত্রী সুপারস্টারকে অভিনন্দন জানিয়েছেন ‘পারসোনালিটি অফ দ্য ইয়ার’ পুরস্কার পাওয়ার জন্য। তিনি লিখেছেন, ‘তোমার আর তোমাদের সঙ্গে দেখা হয়ে খুব ভাল লেগেছে। সেই সঙ্গে তোমাকে অভিনন্দন জানাই ‘পারসোনালিটি অফ দ্য ইয়ার’ পুরস্কার পাওয়ার জন্য। সঙ্গে তোমার বর্তমান আর আগামীদিনের সমস্ত সাফ্যলের জন্যও রইল অভিনন্দন। স্টে ফরএভার গোল্ডেন।’
আর এখান থেকেই শুরু হয়েছে কানাঘুষো। তাহলে কী সামান্থাই ভাইজানের মনে স্থান করে নিয়েছেন? এটা ভাবার পিছনে রয়েছে যথেষ্ট কারণও। ভাইজানের ৫৬তম জন্মদিনের পার্টিতে হলিউড অভিনেত্রী সামান্থাকে দেখা গিয়েছিল আলিবাগের ফার্ম হাউজে। ‘শুট দ্য হিরো’, হাওয়াই ফাইভ-ও’ খ্যাত অভিনেত্রী সামান্থা ভারত সফরে এসেছিলেন। সেই সময় তিনি উপস্থিত হন সলমানের জন্মদিনের পার্টিতে। মিলিত হন পরিবারের সঙ্গেও। তারপর ইনস্টা পোস্ট সেই আগুনে ঘি-এর কাজ করেছে।
View this post on Instagram
তাহলে কী ক্যাটরিনা কাইফের বিয়ের পর ভাইজান এবার বিয়ের পিঁড়িতে বসতে মনস্থির করেছেন? এর আগেও সলমানের বিয়ে চর্চার বিষয় ছিল। ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুর যখন সম্পর্কে যান, তখন অভিনেত্রী ইউলিয়া ভন্তুরকে দেখা গিয়েছিল দাবাং খানের পাশে। ইউলিয়া শুধু সলমানের পাশেই থাকতেন না, পুরো পরিবারের সঙ্গে তাঁকে মিলেমিশে থাকতে দেখা যেত। এমনকী ক্যাটরিনা-রণবীরের ব্রেক-আপের পর যখন আবার ভিকি-ঘরণীকে সলমানের সঙ্গে দেখা যেত, তখনও সঙ্গে থাকতেন ইউলিয়া। ভাইজানের অনুরাগীরাও বিভাজিত হয়ে গিয়েছিলেন। সলমান কাকে বিয়ে করবেন, তা নিয়ে রীতিমতো তর্জা চলতে থাকে। এর মাঝে আবার হাজির সল্লুভাইয়ের ছোটবেলার বান্ধবী সঙ্গীতা বিজলানি। তাহলে কী পুরনো চাল ভাতে বাড়ছে। না, এক্ষেত্রে এমন কিছু হয়নি। সলমান-সঙ্গীতা তাঁদের বন্ধুত্বকে গাঢ় করেছেন, কিন্তু প্রেম নয়। এরপর জল অনেক গড়িয়েছে। ক্যাটরিনা সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন ভিকি কৌশলকে।
উপহার পাঠালেও সলমান অবশ্য সেই বিয়েতে উপস্থিত ছিলেন না। এর পরই সলমানের পাশে হাসিমুখে হাজির সামান্থা। সঙ্গে শুরু ভাইজানের নতুন প্রেম কাহিনির গল্প। কিন্তু শেষমেশ সব জল্পনা নিজেই ভেঙে দিলেন সামান্থা। তিনি জানিয়েছেন, পুরোটাই মন গড়া। তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই। আবার একবার মন ভাঙল সল্লুভাইয়ের অনুরাগীদের।