Suhana-Aryan: পাপারাৎজি ঘিরে ধরতেই কী করলেন আরিয়ান-সুহানা? ভাইরাল ভিডিয়ো
Farhan Akhtar and Shibani Dandekar's post-wedding bash – গত বছরের শেষের দিকে বিতর্ক সঙ্গী হয়েছিল খান পরিবারে। গত অক্টোবরে মাদক কাণ্ডে গ্রেফতার করা হয় আরিয়ানকে। হাজতবাসও করতে হয় তাঁকে।
দীর্ঘদিন ধরেই পাপারাৎজিকে খানিক এড়িয়েই চলছেন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান ও মেয়ে সুহানা খান। আরিয়ান মাদক কাণ্ডে অভিযুক্ত হওয়ার পর থেকেই এসআরকে’র সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্সও আগের থেকে অনেকটা কম। কিন্তু সদ্য বিবাহিত ফারহান আখতার ও শিবানী দান্ডেকর বিয়ে পরবর্তী পার্টিতে আচমকাই আরিয়ান-সুহানাকে ঘিরে ধরল পাপারাজ্জি। কী করলেন তাঁরা?
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমেই কোনওদিকে না তাকিয়ে খানিক হনহন করেই হাঁটা দেন ভাই বোন। প্রথমে সুহানা ও পরে আরিয়ান– দুজনেই ঢুকে যান লিফটে। সুহানা পরেছিলেন কালো রঙের শর্ট ড্রেস। অন্যদিকে আরিয়ান পরেছিলেন নীল রঙের ডেনিম জ্যাকেট ও সাদা টি-শার্ট। দুজনের মুখেই ছিল না হাসি। পাপারাৎজিকে অভিবাদন তো দূর, দুজনেই কার্যত এড়িয়ে যান ফ্ল্যাশলাইটের ঝলকানিকে।
গত বছরের শেষের দিকে বিতর্ক সঙ্গী হয়েছিল খান পরিবারে। গত অক্টোবরে মাদক কাণ্ডে গ্রেফতার করা হয় আরিয়ানকে। হাজতবাসও করতে হয় তাঁকে। যদিও পরবর্তীতে জামিনে মুক্ত হন তিনি। এর পরেই খানিক ব্যাকফুটেই ছিলেন আরিয়ান। তবে সম্প্রতি আইপিএল নিলামে দেখা গিয়েছে তাঁকে। বাবার জায়গায় বোন সুহানাকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এবার ফিরছেন কাজেও। শোনা যাচ্ছে, বাবার প্রযোজনায় এক ওয়েবসিরিজের চিত্রনাট্যকার হতে চলেছেন তিনি। এসআরকে আর গৌরী খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’-এর তরফেই নাকি প্রযোজিত হবে ওই সিরিজ। সূত্র বলছে, “অ্যামাজন প্রাইমে দেখানো হবে ওই সিরিজ। রেড চিলিজ থেকে প্রযোজিত হবে একটি ছবিও। ওয়েব সিরিজের লেখকের দায়িত্বে থাকবেন আরিয়ান।” শোনা যাচ্ছে, এক ‘ডাই-হার্ড’ ফ্যানের গল্প হবে আরিয়ানের ওই সিরিজ। সঙ্গে থাকবে নানা ওঠাপড়া। যদি সব কিছু ঠিক থাকে তবে এই বছরেই শুরু হবে শুটিং।
প্রসঙ্গত, আরিয়ান যে অভিনেতা হতে চান না এ কথা ২০১৯ সালে ডেভিড লেটারম্যানের চ্যাট শো’তে নিজেই জানিয়েছিলেন শাহরুখ খান। তিনি বলেছিলেন, “ও নিজেই আমাকে বলেছিল আমার মনে হয় না আমি অভিনয় করতে চাই… ও ভাল লেখে।” ছেলের সেই ইচ্ছেই অবশেষে পূরণ করতে চলেছেন বাবা। বিতর্ক? চুলোয় যাক!
View this post on Instagram