Sara Ali Khan: বারেবারে ছুটে যান মন্দিরে, হন ট্রোল্ডও, কী ব্যাখ্যা দিলেন সারা?

Sara Ali Khan: বাবা মুসলিম, মা হিন্দু--- কথা হচ্ছে সারা আলি খানের। যদিও ধর্ম কোনওদিনও সারা আলি খানের কাছে বড় হয়ে দাঁড়ায়নি। মন্দিরে গিয়ে কটাক্ষের শিকার হয়েছেন, মসজিদে হয়ে গিয়েছেন ট্রোল্ড।

Sara Ali Khan: বারেবারে ছুটে যান মন্দিরে, হন ট্রোল্ডও, কী ব্যাখ্যা দিলেন সারা?
কী ব্যাখ্যা দিলেন সারা?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 11:10 AM

বাবা মুসলিম, মা হিন্দু— কথা হচ্ছে সারা আলি খানের। যদিও ধর্ম কোনওদিনও সারা আলি খানের কাছে বড় হয়ে দাঁড়ায়নি। মন্দিরে গিয়ে কটাক্ষের শিকার হয়েছেন, মসজিদে হয়ে গিয়েছেন ট্রোল্ড। তবু সারা বাঁচেন নিজের শর্তে। সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরে। সেই ছবি যথারীতি ভাইরাল হয়েছিল। তাঁকে পড়তে হয় চরম কটাক্ষের মুখে। কারণ সারা যে শুধু মন্দিরে গিয়েছিলেন তা তো নয়, শাড়ি পরর, সেখানে শিবলিঙ্গে জলও ঢালতে দেখা যায় তাঁকে। এর পরেই সারার মন্দির দর্শন নিয়ে চলে তীব্র আলোচনা। এ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন সারা। তিনি বলেন, “আমার কাজ নিয়েই কথা বলা উচিৎ। ‘জারা হাটকে জারা বাচকে’র পর থেকে আমি শুধুমাত্র আমার গান, ভিকির সঙ্গে রসায়ন এই গুলো নিয়েই প্রতিবেদন পড়েছি। তাই কেউ যদি আমাকে নিয়ে ট্রোল করে তো করুক। ওগুলো তো শুধু নেপথ্যের কোলাহল। যদি ভাল লাগে তো ভাল। যদি না লাগে তো আরও ভাল। এরকম নয় যে সে কারণে আমি মন্দিরে যাব না। এটা আমার ব্যক্তিগত ইচ্ছে।”

কিছু দিন আগেই ভিকি কৌশলের সঙ্গে তাঁর ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’ মুক্তি পেয়েছে। ছবিটির জন্য তিনি যেমন মন্দিরে দর্শন করেছিলেন ঠিক তেমনই তাঁকে দেখা গিয়েছিলেন আজমের শরিফ দরগাতে। দেখা গিয়েছিল সিদ্ধিবিনায়ক মন্দিরেও। ওই ছবিও বক্স অফিসে বেশ ভালই পারফর্ম করেছে। এখনও করে যাচ্ছে। প্রসঙ্গত, সারার হাতেও রয়েছে বেশ কিছু কাজ। এর মধ্যে রয়েছে ‘মার্ডার মুবারক’, যে ছবির পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া।