Sara Ali Khan: কামাখ্যা মন্দির দর্শনে সারা আলি খান, শেয়ার করলেন ছবি
করোনার দ্বিতীয় সংক্রমণ তখন সেভাবে আছড়ে পড়েনি দেশে। মাকে নিয়ে আজমির শরিফ ঘুরতে গিয়েছিলেন সারা। এ বার শেয়ার করলেন কামাখ্যা মন্দির ভ্রমণের ছবি।
সুযোগ পেলেই বেরিয়ে পড়েন তিনি। কখনও ভাই মায়ের সঙ্গে চলে যান মলদ্বীপ আবার কখনও বা তাঁর আস্তানা হয় কাশ্মীর। সারার আপাতত ট্র্যাভেল ডেস্টিনেশন অসমের কামাখ্যা মন্দির। সেখান থেকেই বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি।
পরেছেন ট্র্যাডিশানাল অসমীয়া পোশাক। সাদা রঙের কুর্তা পাজামা। সঙ্গে নিয়েছে গামোসা। চুল বাঁধা পনিটেলে। ছবি শেয়ার করে সারা লিখেছেন, “শান্তি…”। লিখেছেন তিনি আশীর্বাদ ধন্যা। তাঁর কমেন্ট বক্সে জড় হয়েছে একের পর এক কমেন্টও। নেটিজেনরা তো বটেই কমেন্ট করেছেন কল্কি কেকলা থেকে শুরু করে অনেকেই। কেউ কেউ আবার অসমে দুহাত ভরে স্বাগতও জানিয়েছেন তাঁকে।
করোনার দ্বিতীয় সংক্রমণ তখন সেভাবে আছড়ে পড়েনি দেশে। মাকে নিয়ে আজমির শরিফ ঘুরতে গিয়েছিলেন সারা। এ বার শেয়ার করলেন কামাখ্যা মন্দির ভ্রমণের ছবি। যদি ছবিগুলি এখনের না আগের তা তিনি উল্লেখ করেননি। দিন কয়েক আগেই তাঁর নতুন প্রেমের খবরে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। শোনা গিয়েছিল সুশান্ত-কার্তিকের পর তাঁর জীবনে আগমন হয়েছে নতুন পুরুষের। তিনি নায়িকার প্রথম ছবি ‘কেদারনাথ’-এর সহকারী পরিচালক জেহান হান্ডা। গত বছর সারার জন্মদিনে একসঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছিলেন জেহান। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু বন্ধুত্ব যে রয়েছে, তার নতুন কোনও প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই।
View this post on Instagram
আরও পড়ুন, ঐশ্বর্যা রাইয়ের জন্য স্বার্থত্যাগ করেছিলেন সুস্মিতা সেন!