Satish Kaushik: ‘ইমার্জেন্সি’ই সতীশের শেষ ছবি, ইন্দিরা ঘনিষ্ঠ কোন নেতার চরিত্রে তাঁকে দেখা যাবে জানেন?
Satish Kaushik: হঠাৎ করেই স্তব্ধ হয়ে গিয়েছে বলিউড। ৭ তারিখও দোল উদযাপন করে আচমকাই পরের দিন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা সতীশ কৌশিক।
হঠাৎ করেই স্তব্ধ হয়ে গিয়েছে বলিউড। ৭ তারিখও দোল উদযাপন করে আচমকাই পরের দিন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা সতীশ কৌশিক। কঙ্গনা রানাওয়াত পরিচালিত ‘ইমার্জেন্সি’ই তাঁর শেষ ছবি। ১৯৭৫ থেকে ১৯৭৭, ভারতের রাজনৈতিক ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ তিন বছর উঠে আসবে এই ছবিতে। এই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। আর সতীশ কৌশিক? কোন রাষ্ট্রনেতার চরিত্রে দেখা যাবে তাঁকে? কঙ্গনার টিম থেকে জানানো হয়েছে সতীশ কৌশিককে দেখা যাবে জগজীবন রামের চরিত্রে। যিনি ভারতের ইতিহাসে পরিচিত ছিলেন বাবুজি হিসেবেই। দলিতদের নিয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিতে দেখা হয়েছিল জগজীবনকে। কখনও শ্রম মন্ত্রী আবার কখনও বা প্রতিরক্ষা মন্ত্রী– জীবনের বিভিন্ন সময়ে সাফল্যের সঙ্গে মন্ত্রিত্ব পালন করেছেন তিনি। ‘ইমার্জেন্সি’র সময় জগজীবন ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য। কিন্তু ‘ইমার্জেন্সি’ শেষ হতেই ১৯৭৭ সালে তিনি যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। তাঁর জীবনীই বড় পর্দায় নিয়ে আসার কথা ছিল সতীশের। তিনি আনলেনও। তবে সে আর দেখা হল ন তাঁর।
View this post on Instagram
বৃহস্পতিবার ভোরেই প্রবীণ অভিনেতার মৃত্যু হয়। তিনি গুরুগ্রামে কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। গাড়িতেই হঠাৎ অসুস্থ বোধ করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই, গাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে গুরুগ্রামের একটি নামী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আজ ময়নাতদন্তের পর তাঁর মরদেহ মুম্বইয়ে আনা হবে বলে জানা গিয়েছে। বলিউড অভিনেতা অনুপম খের টুইট করে সতীশ কৌশিকের মৃত্যুর খবর জানান। টুইটে তিনি লেখেন, “জানি মৃত্যুই এই পৃথিবীর চিরন্তন সত্য! কিন্তু আমি আমার স্বপ্নেও কখনও ভাবিনি যে আমার প্রিয় বন্ধুর সম্পর্কে এই কথা লিখতে হবে। আমাদের ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ পড়ল! তোমায় ছাড়া জীবন আগের মতো থাকবে না সতীশ!” তবে শুধু অনুপম নন, শোকে মুহ্যমান গোটা বলিউডই। যে মানুষটা এই কয়দিন আগেও ছিলেন তরতাজা, তিনি কী করে চলে যেতে পারেন, বিশ্বাসই হচ্ছে না কারও।
১৯৬৫ সালের ১৩ এপ্রিল হরিয়ানায় জন্ম গ্রহণ করেন সতীশ কৌশিক। বলিউডে আত্মপ্রকাশের আগে তিনি থিয়েটারে অভিনয় করতেন। একাধিক বিখ্যাত সিনেমায় তিনি অভিনয় করেছেন। তাঁর অভিনীত বিখ্যাত সিনেমাগুলি হল মিস্টার ইন্ডিয়া (১৯৮৭), দিওয়ানা মাস্তানা (১৯৯৭), রাম লাখন (১৯৯০), সাজন চলে সসুরাল (১৯৯৭), রূপ কি রানি, চোরো কা রাজা, তেরে নাম প্রভৃতি। তিনি একাধিক ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন কৌতুক চরিত্র অভিনয়ের জন্য। অভিনয়ের পাশাপাশি তিনি স্ক্রিনরাইটার, পরিচালক ও প্রযোজক হিসাবেও কাজ করেছেন। তাঁর পরিবারে স্ত্রী ও কন্যা সন্তান রয়েছে।