Bollywood Inside: পায়ে চটি, কোথায় যাওয়ার জন্য মনোজকে জুতো কিনে দেন শাহরুখ

Throwback: আগেও মনোজ বাজপেয়ী জানিয়েছিলেন যে শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রথম অভিজ্ঞতা।

Bollywood Inside: পায়ে চটি, কোথায় যাওয়ার জন্য মনোজকে জুতো কিনে দেন শাহরুখ
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2023 | 5:20 PM

শাহরুখ খানের সঙ্গে মনোজ বাজপেয়ীর সফর বহু পুরোনো। কলেজ জীবন হোক বা অভিনয় প্রশিক্ষণ, একসঙ্গে তাঁরা অনেকটা সময় কাটিয়েছেন। যার ফলে স্মৃতির পাতায় ডুব দিলে বহু গল্প আজও উঠে আসে অভিনেতাদের মুখে। ঠিক তেমনই এক স্মৃতি হল মনোজের প্রথম ডিস্কে যাওয়ার গল্প। তখন তিনি ও শাহরুখ খান দিল্লিতে। বেরি জোনস-এর অভিনয় গ্রুপের সঙ্গেও যুক্ত ছিলেন তাঁরা। কার্লি টেইলস-এ আড্ডায় মনোজ শেয়ার করে নিয়েছিলেন তেমনই এক ঘটনা। তখন তাঁর পায়ে চটি। স্থির করেছিলেন শাহরুখের সঙ্গে ডিস্কোতে যাবেন। কিন্তু চটি পরে ছিলেন পায়ে অভিনেতা।

বিষয়টা দেখা মাত্রই শাহরুখ খান তাঁর জন্য একটি জুতোর ব্যবস্থা করে নিয়ে এসেছিলেন। এরপর ভেতরে প্রবেশ করেন তাঁরা। প্রথমবারের জন্য ডিস্কে গিয়েছিলেন মনোজ বাজপেয়ী। সকলেই মদ্যপান করছিলেন, নাচছিলেন, তিনি একটা কোণে বসেছিলেন। হাতে ছিল ওয়াইন গ্লাস। কেবল তারই স্বাদ নিচ্ছিলেন অভিনেতা। এর আগেও তিনি এই কাহিনি জানিয়েছিলেন, যে প্রথম শাহরুখ ও বনিই তাঁকে নিয়ে গিয়েছিলেন ডিস্কে। শাহরুখ খানের সঙ্গে তাঁর বন্ডিংটাও বেশ পোক্ত।

আগেও মনোজ বাজপেয়ী জানিয়েছিলেন যে শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রথম অভিজ্ঞতা। শৈশব থেকে মোটেও ভাল ছিল না মনোজদের আর্থিক অবস্থা। তিনি যে অভিনয়ে আসতে চান তা মন খুলে বলতেও পারতেন না কাউকে। কঠিন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন মনোজ বাজপেয়ী। বিহারের একটি গ্রামে বাস করতেন মনোজ। যখন প্রথম তিনি ১৯৯৮ সালে প্রথম সত্যা করেন, সেই রাম গোপাল ভর্মার হাত ধরেই প্রথম প্রচারের আলোতে এসেছিলেন অভিনেতা। তারপর থেকে একের পর এক ভাল কাজ দর্শকদের উপহার দিয়ে এসেছেন তিনি।