Shocking Image Of Sara: গালে গজিয়েছে দাড়ি? সুইমিং পুলে সারাকে দেখে চমকে গেল নেটপাড়া
Viral Post: তাঁদের একসঙ্গে শরীরচর্চা করতে দেখা যায়। স্টোরিতে একাধিক ছবি শেয়ার করে বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সারা।
সারা আলি খান, বরাবরই সোশ্যাল মিডিয়ায় তিনি সক্রিয়। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর কম বেশি প্রতিটা পোস্টই। কখনও ট্রিপ কখনও আবার একাকি ফান মুডে পোস্ট, কখনও পরিবারের সঙ্গে ছবি, কখনও আবার শুটিং সেট থেকে মুহূর্ত শেয়ার করে থাকেন সারা আলি খান। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁর প্রতিটা পোস্টেই কম বেশি মজার বিষয় থাকে। কখনও কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে, কখনও আবার ক্যান্ডিড লুকে তিনি বারে বারে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটল না।
সাত সকালে সোশ্যাল মিডিয়ায় এ কী পোস্ট করলেন সারা! সুইমিং পুলে সারা, তবে গাল ভর্তি দাড়ি? দেখে চমকে উঠল নেটপাড়া। না, সারার মুখের অবয়বে কোনও পরিবর্তন ঘটেনি। বরং সারা নিজেই নিজের মুখের ছবির ক্ষেত্রে ফিল্টার ব্যবসার করেছেন। বিষয় হয় তাঁর বন্ধু চিত্রপরিচালক হমি আদজানিয়াকে জন্মদিনে শুভেচ্ছা জানানো। তাঁকে শুভেচ্ছা জানাতেই এমন কাণ্ড ঘটালেন অভিনেত্রী। ছবি গ্রহণের ক্রেডিটও দিলেন পরিচালককে। সারার পিছনে থাকা গ্লাস ফ্রেমে দেখা গেল হমির উপস্থিতি।
View this post on Instagram
সারার এই পোস্ট দেখে মজার ছলে পরিচালক লিখলেন ফুল অর্থাৎ বোকা। তবে একটি ছবি নয়, পাশাপাশি আরও একটি ভিডিয়ো শেয়ার করেন সারা হমির সঙ্গে। যেখানে তাঁদের একসঙ্গে শরীরচর্চা করতে দেখা যায়। স্টোরিতে একাধিক ছবি শেয়ার করে বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সারা। বর্তমানে তিনি বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে কোনও ছবির শুটিং এখনও শুরু হয়নি। সারা বর্তমানে একটি ভারী চরিত্রের খোঁজে রয়েছেন বলেও জানিয়েছিলেন একটি সাক্ষাৎকারে।