Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan: কিং খানের জন্মদিনে এত বড় সেলিব্রেশন অতীতে হয়নি, বলিপাড়ার ঢলে গালা পার্টির আয়োজন

Shah Rukh Khan Birthday Plan: মন্নতের বাইরে নানা সেলিব্রেশন থেকে শুরু করে বিভিন্ন ফ্যান ক্লাবের বিভিন্ন উদ্যোগ, শাহরুখ খান প্রতিটা মুহূর্তের সাক্ষী থাকেন এই বিশেষ দিনে। তবে বহু বছর পর গালা জন্মদিনের পার্টি দিতে চলেছেন কিং খান নিজেই। এম এম এ সি সি-তে ২ নভেম্বর এই বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে।

Shah Rukh Khan: কিং খানের জন্মদিনে এত বড় সেলিব্রেশন অতীতে হয়নি, বলিপাড়ার ঢলে গালা পার্টির আয়োজন
শাহরুখ খানের এই মন্তব্য চর্চার কেন্দ্রে জায়গা করে নেয় রাতারাতি। যা নিয়ে একচা সময়ের পর ব্যপকহারে জলঘোলা হয়েছিল।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 11:58 AM

২০২৩ সাল, এক কথায় বললে বলাই যায়, এ বছর শাহরুখ খানের। বছরের শুরু থেকে শেষ, প্রতিদিন খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন সুপারস্টার। বলিউডের ঘুমন্ত বক্স অফিসে প্রাণ সঞ্চার করা থেকে শুরু করে একের পর হিট ছবি দর্শকদের উপহার দিয়ে তাক লাগিয়েছেন তিনি। এবারের জন্মদিনটা আর ৫-টা জন্মদিনের থেকে যে একটু স্পেশাল হবে, তা বলাই বাহুল্য। প্রতিবছরই শাহরুখ খানের জন্মদিন তাঁর ভক্তদের কাছে এক উৎসব। মন্নতের বাইরে নানা সেলিব্রেশন থেকে শুরু করে বিভিন্ন ফ্যান ক্লাবের বিভিন্ন উদ্যোগ, শাহরুখ খান প্রতিটা মুহূর্তের সাক্ষী থাকেন এই বিশেষ দিনে। তবে বহু বছর পর গালা জন্মদিনের পার্টি দিতে চলেছেন কিং খান নিজেই। এম এম এ সি সি-তে ২ নভেম্বর এই বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে।

সূত্রের খবর, এই পার্টির সমস্ত দায়িত্ব পড়েছে তাঁর সেক্রেটারি পূজা দাদলানির উপর। এই পার্টি বলিউডের অন্যতম বড় ও চর্চিত পার্টি হতে চলেছে বলেই অনুমান। বলিউডের প্রতিটি স্টার উপস্থিত থাকতে চলেছেন এই পার্টিতে। তালিকা থেকে বাদ পড়বেন না  কেউই। সলমন খান, আমির খান, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, রণবীর সিং, নয়নতারা, করণ জোহার, আলিয়া ভাট প্রতিটা স্টারের কাছে ইতিমধ্যেই নাকি পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। তবে কিং খানের এই জন্মদিনে যেন কোনও উপহার না আনা হয়, তা ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে তাঁর টিমের পক্ষ থেকে।

এই দিনটি ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গেই কাটাতে চলেছেন কিং খানের। মন্নত-এর বাইরে একটি নির্দিষ্ট সময় প্রতিবছরের মতোই দর্শকদের সঙ্গে এবারও দেখা করবেন তিনি, তবে রাত পার্টিতে চলে যাওয়ার পর মন্নতের বাইরে আর কিং-এর দেখা মিলবে না, যদিও বর্তমানে শাহরুখ খান খুব রাত পর্যন্ত পার্টি করেন না। তাই একটি নির্দিষ্ট সময় পরে যে এই পার্টি শেষ হবে এবং তিনি আবারও মন্নতে ফিরে আসবেন, তা ভক্তরা জানেন। আর ঠিক সেই কারণেই প্রতিবছরের মতোই এবারেও যে রাত ভোর শাহরুখ খানের বাড়ির সামনে ভক্তরা সেলিব্রেশনের আসর বসাতে চলেছেন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। প্রতিবছর এই ছবিটা ভীষণ চেনা। শাহরুখ খানের জন্মদিনের আগের দিন থেকে মন্নতের বাইরে একপ্রকার মেলা বসে যায়। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। রাত পোহালেই বলিউড বাদশার জন্মদিন। ৫৮-তে পা দিতে চলেছেন শাহরুখ খান।