Shah Rukh Khan Birthday: মধ্যরাতে বাদশার জন্মদিন সেলিব্রেশন তুঙ্গে, কাকভোরে হাজির কিং, বললেন…

Birthday Celebration: বয়স যেন এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। জওয়ান যেন আরও জওয়ান হয়ে উঠেছে। শাহরুখ প্রতিবারের মতো সিগনেচার পোজ় দিয়ে, সকলের সামনে হাত জোর করে প্রমাণ জানিয়ে ধন্যবাদ জানান। কেবল প্রকাশ্যেই দেখা দেওয়া নয়, হাজির হলেন সোশ্যাল মিডিয়ায়।

Shah Rukh Khan Birthday: মধ্যরাতে বাদশার জন্মদিন সেলিব্রেশন তুঙ্গে, কাকভোরে হাজির কিং, বললেন...
শাহরুখ খান মাত্র ১৫০০ টাকা পকেটে নিয়ে মুম্বইতে এসেছিলেন। ২০০ টাকা ট্যাক্সিকে দিয়ে রাস্তায় রাস্তায় খুঁজেছিলেন গৌরীকে। এক সাধারণ ছেলের গল্প। তিনিই আজ বলিউডের বাদশা।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 10:58 AM

কেউ গাইছেন গান, কেউ আবার সিগনেচার পোজ়ে দাঁড়িয়ে অপেক্ষায়। সকলের চোখ তখন মন্নতে। কারও হাতে ছোট্ট একটি গোলাপ, কেউ আবার প্র্যাক্টিস করে এসেছে শাহরুখ খানের ছবির নানান গানের নাচ। সন্ধ্যে থেকে মন্নতের সামনের ছবিটা গিয়েছিল পাল্টে। নভেম্বর মাস পড়া মানেই শাহরুখ উৎসব শুরু। এদিন সকাল থেকেই ভিড় জমছিল বাদশার দরবারের সামনে। বিপুল পরিমাণ পুলিশ ছিল মোতায়িত। নিরাপত্তায় মুরে ফেলা হয়েছিল এলাকা। যত সময় বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে ভিড়। ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই শুরু হুল্লোর, উত্তেজনা।

শুরু সেলিব্রেশন, শাহরুখের নামে পোস্টার, শুভ জন্মদিন লেখা ফ্ল্যাগ, কিছুরই অভাব ছিল না। একদিকে যখন সোশ্যাল মিডিয়ায় পাল্লা দিয়ে মন্নতের সামনের ছবি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, ঠিক তখনই আবার সামনে উঠে আসতে দেখা যায় শাহরুখ খানের বিভিন্ন ফ্যান ক্লাবের ভিডিয়ো। কেউ বিরতণ করছেন কম্বল, কেউ আবার খাবার তুলে দিচ্ছে গরিব মানুষের মুখে। সেলিব্রেশনের এই ছবি দেখে শাহরুখ খান প্রতিবারের মতো এবারও আবেগঘন।

৫৮-তে পা দিয়েই তাই রাত জাগলেন কিং। ভোর রাতে হাজির হলেন মন্নতের সামনে। পরনে কালো টি-শার্ট, আর্মি প্রিন্টের প্যান্ট, মাথায় টুপি। বয়স যেন এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। জওয়ান যেন আরও জওয়ান হয়ে উঠেছে। শাহরুখ প্রতিবারের মতো সিগনেচার পোজ় দিয়ে, সকলের সামনে হাত জোর করে প্রমাণ জানিয়ে ধন্যবাদ জানান। কেবল প্রকাশ্যেই দর্শণ দেওয়া নয়।

পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও হাজির হলেন কিং খান। সকল ভক্তদের উদ্দেশে লিখলেন, ”এটা অবিশ্বাস্য যে এত মানুষ মধ্যরাতে আমায় শুভেচ্ছা জানাতে এসেছেন। আমি দিনের শেষে একজন অভিনেতা। এর থেকে সুখের কিছুই হতে পারে না যে আমি আপনাদের খুশি করতে পেড়েছি। আপনাদের স্বপ্নের ভালবাসায় আমি বাঁচি। আপনাদের আনন্দ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সকালে পর্দায় সকলের সঙ্গে দেখা হচ্ছে, পর্দার বাইরেও।”