Shah Rukh Khan: ‘ডানকি’ না ‘দ্য আর্চিস’, কোনটা নিয়ে বেশি উত্তেজিত শাহরুখ?
Shahrukh-Suhana: এই ছবিও ১০০০ কোটির দরজায় পৌঁছাবে। কিন্তু তেমনটা ঘটতে দেখা গেল না এখনও। ফলে বক্স অফিস আবারও তাকিয়ে রয়েছে শাহরুখ খানের পরবর্তী ছবি ডানকির দিকে। যা নিয়ে চর্চা এখন তুঙ্গে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির গান থেকে শুরু করে ট্রেলার, যা দর্শকেরা পছন্দও করেছে।
বছরভর শাহরুখ খানের ছবি মুক্তি নিয়ে জল্পনা তুঙ্গে। একের পর এক ছবি সুপারহিট। ছবির মূল মন্ত্রই যেন দর্শকদের কিং খানের প্রতি ভালবাসা। শাহরুখ খানের ছবির পাশে কোনও ছবিই যেন টিকতে পারছে না। কিং খান নিজেই এক এক সময় বলে বসেন, তাঁর পক্ষেই হয়তো সম্ভবপর হবে না জওয়ান রেকর্ড ভাঙা। এরপর যখন সলমন খানের টাইগার থ্রি মুক্তি পেয়েছিল, তখন কোথাও গিয়ে দর্শকেরা প্রাথমিকভাবে মনে হয়, এই ছবিও ১০০০ কোটির দরজায় পৌঁছাবে। কিন্তু তেমনটা ঘটতে দেখা গেল না এখনও। ফলে বক্স অফিস আবারও তাকিয়ে রয়েছে শাহরুখ খানের পরবর্তী ছবি ডানকির দিকে। যা নিয়ে চর্চা এখন তুঙ্গে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির গান থেকে শুরু করে ট্রেলার, যা দর্শকেরা পছন্দও করেছে। তবে শাহরুখের পরিবারে দুই মু্ক্তি এখন সামনে। একদিকে মেয়ের প্রথম কাজ দ্য আর্চিস, অন্যদিকে শাহরুখ খানের ছবি ডানকি। যা অ্যাকশন জ্যঁর ভেঙে অন্যস্বাদ দিতে চলেছে দর্শকদের। ফলে এখন দুই ছবি নিয়েই শাহরুখ খানের পরিবারে যে উত্তেজনা তুঙ্গে থাকবে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
তবে শাহরুখ খান কোন ছবি নিয়ে বেশি উত্তেজিত? তাঁর মেয়ের প্রথম ওটিটি ছবি নাকি তাঁর কামব্যাকের পর অন্য জ্যঁরের ছবির মুক্তি নিয়ে, সেই প্রশ্ন বর্তমান। শাহরুখ খান এই প্রশ্নের উত্তর দিলেন এবার সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, সুহানা ডানকি ভালবাসে, আমি ভালবাসি আর্চিস। আমাদের দুজনের মধ্যে বিষয়টা ঠিক হয়ে গিয়েছে। যদিও এরপর তিনি হ্যাসট্যাগ ডানকি লিখলেন। তবে চমক এখানেই শেষ নয়। কারণ শাহরুখ খানের পরবর্তী ছবি ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। কারণ শাহরুখ খান ও সুহানা খান এবার একসঙ্গে ছবি করছেন বলেই বলিউজ সূত্রে খবর।
Suhana loves Dunki and I love Archies. Between the two of us I think we are all sorted. #Dunki https://t.co/Bny3SkqpVQ
— Shah Rukh Khan (@iamsrk) November 22, 2023