Siddharth Malhotra: কিয়ারার সঙ্গে বিয়ের পর কোন জিনিসটা করতে পারছেন না সিদ্ধার্থ?

Siddharth Malhotra Single Life: সম্প্রতি 'কফি উইথ করণ'-এর অতিথি হিসেবে এসেছিলেন বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা। করণ জোহর পরিচালিত 'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার' ছবিতে ঘটেছিল এই দুই তারকার অভিষেক। নানা বিষয়ে কথা হয় তিনজনের। শোয়ের সবচেয়ে জনপ্রিয় সেগমেন্ট ব়্যাপিড ফাইয়ারে করণ সিদ্ধার্থকে জিজ্ঞেস করেছিলেন, সিঙ্গল হওয়ার সময় সবচেয়ে কোন জিনিসটা আনন্দের সঙ্গে করতেন সিদ্ধার্থ, যেটা তিনি বিবাহিত হওয়ার পর আর করতে পারেননি।

Siddharth Malhotra: কিয়ারার সঙ্গে বিয়ের পর কোন জিনিসটা করতে পারছেন না সিদ্ধার্থ?
সিদ্ধার্থ এবং কিয়ারা।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 7:00 PM

কথায় আছে বিয়ে করলে নাকি পুরুষদের জীবন থেকে স্বাধীনতা চলে যায়। কথাটা কতখানি সত্যি, তা জানালেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে কিয়ারা আডবানীকে বিয়ে করেছেন সিদ্ধার্থ। ‘শেরশাহ’ ছবিতে তাঁরা অভিনয় করেছিলেন নায়ক-নায়িকা হিসেবে। সেই ছবিতে অভিনয় করতে-করতেই কিয়ারার সঙ্গে সম্পর্ক তৈরি হয় সিদ্ধান্তের। জল্পনা ছিল প্রচুর। কিন্তু কোনওদিনও নিজেদের প্রেমকে জনসমক্ষে আনেননি এই দুই তারকা। তারপর একদিন হঠাৎই জানা যায়, রাজস্থানে বিয়ে করবেন সিদ্ধার্থ-কিয়ারা। গোটা দুনিয়া দেখেছে তাঁদের বিয়ে। বিয়ের একটি সুন্দর ভিডিয়োও ভাইরাল হয়েছিল নেটমহলে।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর অতিথি হিসেবে এসেছিলেন বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা। করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ ছবিতে ঘটেছিল এই দুই তারকার অভিষেক। নানা বিষয়ে কথা হয় তিনজনের। শোয়ের সবচেয়ে জনপ্রিয় সেগমেন্ট ব়্যাপিড ফাইয়ারে করণ সিদ্ধার্থকে জিজ্ঞেস করেছিলেন, সিঙ্গল হওয়ার সময় সবচেয়ে কোন জিনিসটা আনন্দের সঙ্গে করতেন সিদ্ধার্থ, যেটা তিনি বিবাহিত হওয়ার পর আর করতে পারেননি।

একটুও সময় নষ্ট না করে সিদ্ধার্থ বলেছিলেন, “কিয়ারার সঙ্গে লুকিয়ে-লুকিয়ে দেখা করা।” তারপর সিদ্ধার্থ জানিয়েছিলেন, বিয়ের পর জীবন অনেকটাই পাল্টে গিয়েছে তাঁর। কিয়েরা তাঁকে খুবই সমর্থন করেন সবকিছুতে।। মুম্বইয়ে তাঁর কোনও পরিবার ছিল না। কিয়ারার কারণে তিনি একটি বাড়ি পেয়েছেন। কিয়ারাই তাঁর জীবনের চালিকাশক্তি।