Shah Rukh Khan: পরিচালক-প্রযোজককে ফাঁকি দিয়ে ভক্তদের জন্য এত বড় ঝুঁকি নিলেন শাহরুখ
Jawan: ছবির পোস্টার প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই সকলের মধ্যে উত্তেজনা দেখে নিজের একটি সেলফি পোস্ট করে বসলেন। আর লিখলেন, যাঁরা যাঁরা পোস্টারে তাঁকে খুঁজছেন, তাঁদের জন্য রইল এই ছবি।
‘এ কেমন পোস্টার? শাহরুখের দর্শকই মিলছে না…। ছবির প্রথম লুক প্রকাশ্যে এসেছিল ব্যান্ডেজ বেঁধে, আর পোস্টারে প্রকাশ্যে এল এক অদ্ভুত লুকে। এ কি কাণ্ড, শাহরুখ খান কোথায়?’ না, তাঁর দেখা মিলল না। জওয়ান ছবিতে ঠিক কেমন লুকে তাঁকে পাওয়া যাবে, তা নিয়ে ধোঁয়াশা বর্তমানই রয়ে গেল। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া ছবির একাধিক খবরের মাঝে সকলের মনে একটাই প্রশ্ন, শাহরুখ খানের লুক সঠিকভাবে কবে সামনে আসবে। পরিচালক বা প্রযোজকদের বোধহয় অন্যকোনও পরিকল্পনা রয়েছে, যার জেরে শাহরুখের লুক সামনে আনতে চাইছেন না তাঁরা। তবে ভক্তদের এক প্রশ্ন, এত অস্থিরতা সহ্য করতে পারলেন না শাহরুখ খান। তাই সকলকে ফাঁকি দিয়েই এক কাণ্ড ঘটিয়ে বসলেন।
ছবির পোস্টার প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই সকলের মধ্যে উত্তেজনা দেখে নিজের একটি সেলফি পোস্ট করে বসলেন। আর লিখলেন, যাঁরা যাঁরা পোস্টারে তাঁকে খুঁজছেন, তাঁদের জন্য রইল এই ছবি। তবে কেউ যেন পরিচালক বা প্রযোজকদের না জানান। শাহরুখ খানের এই মজার পোস্টে বর্তমানে মেতেছে নেটপাড়া। তবে এত উত্তেজনার মধ্যে বেশ মন খারাপ হয়ে গেল ভক্তদের। কারণ নির্দিষ্ট সময়ে মুক্তি পাচ্ছএ না এই ছবি। চলতি বছরে ফ্য়ানদের একের পর এক ছবি উপহার দিচ্ছেন শাহরুখ।
‘পাঠান’-এর পর ফের দর্শকের উন্মাদনা আরও একটু উস্কে দিতে আসছে ‘জওয়ান।’ স্থির হয়েছিল, আগামী ২ জুন ছবি মুক্তি পাবে। সেই মতোই দিন গোনা শুরু করেছিলেন ভক্তরা। তাঁদের অপেক্ষাকে আরও একটু জিইয়ে রাখল প্রযোজনা সংস্থা। আরও ৩ মাস পিছিয়ে গেল ছবির মুক্তির তারিখ। তবে দিন কয়েক আগে এ-ও শোনা গিয়েছিল, ছবির পোস্ট প্রোডাকশনের কাজ এখনও শেষ হয়নি। ভিএফএক্সের কাজ শেষ হতেও আরও খানিকটা সময় লাগতে পারে। ছবির মানের কথা মাথায় রেখেই কোনওরকম তাড়াহুড়ো চাইছেন না শাহরুখ নিজেও। তাই পিছোতে পারে ছবির মুক্তি। শেষমেষ গুঞ্জনই সত্যি হল। শনিবার, ৬ মে বিকেলে নিজের ইনস্টাগ্রামে ছবির প্রথম মোশন পোস্টার শেয়ার করে এসআরকে লেখেন, ৭ সেপ্টেম্বর আসছে ‘জওয়ান।’
View this post on Instagram