Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh Khan: মন্নতের বাইরে হোয়াই প্লাস নিরাপত্তা সমেত দেখা গেল শাহরুখকে

Y+ Security: এই বছরটা 'কুচ কুচ হোতা হ্যায়' ছবির ২৫ বছর পূর্তির। সেই উপলক্ষে একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল মুম্বইতে। সেখানে ছবির পরিচালক করণ জোহর এবং ছবির নায়িকা রানী মুখোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন শাহরুখ। সিনেমা হলে যওয়ার আগে তাঁর বিলাশবহুল প্রাসাদ মন্নত থেকে বেরতে দেখা যায় শাহরুখকে। তাঁকে ঘিরে ছিল সেই সিকিউরিটি।

Shahrukh Khan: মন্নতের বাইরে হোয়াই প্লাস নিরাপত্তা সমেত দেখা গেল শাহরুখকে
তবে শাহরুখ খান মেয়েদের কীভাবে সম্মান দিয়ে থাকেন, তার প্রমাণ তো রয়েছেই, ফলে খুব একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়নি কিং খানের জন্যে।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2023 | 12:36 PM

সম্প্রতি আরও কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলে এসেছেন শাহরুখ খান। পূর্বে দুটি পুলিশ মোতায়ন থাকত তাঁর নিরাপত্তার জন্য। সঙ্গে থাকত দেহরক্ষীও। কিন্তু সাম্প্রতিককালে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। সিকিউরিটি কড়া করে দেওয়া হয়েছে শাহরুখ খানকের। ৬জন পুলিশ অফিসার থাকছে কিং খানের নিরাপত্তার জন্য। তিনটা শিফ্টে কাজ করবেন তাঁরা। রবিবার (১৫ অক্টোবর) প্রথমবার ওয়াই প্লাস সিকিউরিটি-সহ শাহরুখকে মন্নত থেকে বেরিয়ে আসতে দেখা গেল।

ভিডিয়োটি শেয়ার করেছেন শাহরুখেরই এক অনুরাগী। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই মুহূর্তের ভিডিয়ো। শাহরুখকে বেরিয়ে আসতে দেখা যায় মন্নত থেকে। গাড়ির ভিতরে বসেছিলেন কিং খান। তাঁকে ঘিরে ছিল নিরাপত্তারক্ষীরা। সিনেমা হলে ঢোকার সময় থেকে বেরিয়ে আসা পর্যন্ত নিরাপত্তা ঘিরে ছিল কিং খানকে।

এই বছরটা ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির ২৫ বছর পূর্তির। সেই উপলক্ষে একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল মুম্বইতে। সেখানে ছবির পরিচালক করণ জোহর এবং ছবির নায়িকা রানী মুখোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন শাহরুখ। সিনেমা হলে যওয়ার আগে তাঁর বিলাশবহুল প্রাসাদ মন্নত থেকে বেরতে দেখা যায় শাহরুখকে। তাঁকে ঘিরে ছিল সেই সিকিউরিটি।

এই সপ্তাহেই জানা গিয়েছিল হোয়াই প্লাস সিকিউরিটি দেওয়া হবে কিং খানকে। ২০২৩ সালে মুক্তি পেয়েছে শাহরুখ খানের দুটি ছবি ‘পাঠান’ এবং ‘জওয়ান’। দুটি ছবিতেই দুর্দান্ত পারফর্ম করেছিলেন শাহরুখ। সেই কারণেই নাকি বারংবার ফোনের হুমকি পেতে শুরু করেছিলেন শাহরুখ। তাঁর নিরাপত্তার জন্যই নাকি মহারাষ্ট্র সরকার বাড়িয়ে দিয়েছিল শাহরুখ খানের নিরাপত্তা ব্যবস্থা। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারের মতো তারকারা পান এক্স-প্লাস সিকিউরিটি। শাহরুখ পাচ্ছেন ওয়াই-প্লাস।