Shehnaaz Gill: দীপাবলির আগে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হল শেহনাজ় গিলের বাবাকে

Death Threats: এটাই প্রথম নয়। সন্তোক আগেও একবার মৃত্যু হুমকি পেয়েছিলেন। কেবল তাই নয়। তাঁকে আক্রমণও করা হয়েছিল।

Shehnaaz Gill: দীপাবলির আগে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হল শেহনাজ় গিলের বাবাকে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2022 | 1:05 PM

আতঙ্কে পড়ে গিয়েছেন শেহনাজ় গিল ও তাঁর গোটা পরিবার। অভিনেত্রীর বাবা সন্তোক সিংকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে এক ব্যক্তি। ফোন করে সেই ব্য়ক্তি জানিয়েছে, দীপাবলির আগে শেহনাজ়দের বাড়িতে ঢুকে তাঁর বাবাকে প্রাণে মেরে ফেলবে। সন্তোক সিংকে ফোন করে এই কথা বলেছে সেই ব্যক্তি। তখন তিনি পাঞ্জাবের বিয়াজ় থেকে তারান্তানে যাত্রা করছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে যে, যুবক প্রথমে সন্তোককে ফোনে অশ্রাব্য ভাষা গালিগালাজ করে। তারপর বলে তাঁদের বাড়িতে ঢুকে খুন করে আসবে। এই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ করেছে শেহনাজ়ের পরিবার।

এটাই প্রথম নয়। সন্তোক আগেও একবার মৃত্যু হুমকি পেয়েছিলেন। কেবল তাই নয়। তাঁকে আক্রমণও করা হয়েছিল। এর আগে ২০২১ সালেও জনৈক ব্যক্তি তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। সে বছরই ২৫ ডিসেম্বর ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছিলেন সন্তোক। দু’জন অচেনা ব্যক্তি তাঁকে আক্রমণ করে। সন্তোকের দিকে গুলি চালিয়েছিল তারা। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করা হচ্ছে। ফলে দীপাবলির আগে ভয়ানক আতঙ্কে রয়েছে গিল পরিবার। কোনও অঘটন না ঘটে যায়, সেই আশঙ্কায় দিন গুনছে তাঁরা!

২০২১ সালে শেহনাজ়ের জীবনে আরও একটি বড়সড় বিপর্যয় নেমে আসে। বহুদিনের প্রেমিক সিদ্ধার্থ শুক্লার মৃত্যু ঘটে আচমকাই। হার্ট অ্যাটাকের কারণে প্রয়াত হন তিনি। এই ঘটনার পর টানা একমাস বাড়ি থেকে বের হননি শেহনাজ়। সারাক্ষণ কান্নাকাটি করতেন। এখন অনেকটাই স্বাভাবিক হয়েছেন তিনি। এই কঠিন সময় কেউই ছেড়ে চলে যাননি অভিনেত্রীকে। তাঁর অনুরাগীরাও হয়ে উঠেছেন বিরাট বল ভরসা।