Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunny Deol On Politics: রাজনীতি ছাড়ছেন সানি? সংসদে গড় হাজিরা নিয়ে কী বললেন অভিনেতা…

Gossip: এলাকার জন্য যেটুকু কাজ করা প্রয়োজন তিনি করে গিয়েছেন কখনো মনে হয়নি তার জন্য প্রচারের প্রয়োজন আছে। ২০১৯ সালের পর করো না শুরু হয়ে যায় সেই কারণেও পার্লামেন্টে খুব জাননি সানি দেওল। 

Sunny Deol On Politics: রাজনীতি ছাড়ছেন সানি? সংসদে গড় হাজিরা নিয়ে কী বললেন অভিনেতা...
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 4:03 PM

লোকসভায় গড় হাজিরা, সানি দেওল রাজনীতিতে নেমে সত্যি কি রাজনীতিটা সঠিক পথে করছেন? কেন তবে তাঁকে উপস্থিত থাকতে দেখা যায় না পার্লামেন্টে? সম্প্রতি ‘আপ কি আদালত’-এ গিয়ে এমনই একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হলেও ‘গদর’ স্টার সানি দেওলকে। তবে অভিনেতা বিন্দুমাত্র অস্বীকার করলেন না যে তিনি পার্লামেন্টে কম যান। যদিও তাঁর পেছনে একাধিক কারণও দেখালেন তিনি। এদিন স্পষ্ট জানালেন ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তিনি গুরুদাসপুর থেকে জয়ী হয়েছিলেন, এরপর থেকে তিনি জানেন তাঁর এলাকার দায়িত্ব তাঁর কাঁধে। তাই এলাকার জন্য যেটুকু কাজ করা প্রয়োজন তিনি করে গিয়েছেন কখনো মনে হয়নি তার জন্য প্রচারের প্রয়োজন আছে। ২০১৯ সালের পর করো না শুরু হয়ে যায় সেই কারণেও পার্লামেন্টে খুব জাননি সানি দেওল।

এছাড়াও সানি দেওল আরও জানান, তিনি যাওয়া মানেই নিরাপত্তার রমরমা, আর তা এড়াতেই তিনি খুব একটা পার্লামেন্টে জানলাম। তাঁর কথায়, এখানেই শেষ নয়, তিনি আরও জানান রাজনীতিতে পা রেখে তাঁর মনে হয়েছিল রাজনীতি তাঁর জায়গা নয়। তবুও তিনি মানুষের পাশে দাঁড়াতে, তাঁদের উপকারে যেটুকু সম্ভব সাহায্য করতে পিছপা হননি। তবে তাঁর জন্য প্রচার কখনও-ই চাননি তিনি। সানি দেওলের কথায় আজও তিনি অনুভব করেন ছবিটাই তাঁর জগত। সানি দেওলের এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা তুঙ্গে, তবে কি সামনে নির্বাচনে অর্থাৎ ২০২৪ লোকসভার হয়ে প্রার্থী তালিকায় কি থাকবে না সানি দেওলের নাম? গদার ২-র গগনচুম্বি সাফল্যের পর কি সানি দেওয়াল আবারও সিনে দুনিয়াকেই আঁকড়ে ধরবেন? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজে বেড়াচ্ছেন ভক্তরা। যদিও এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর দিতে দেখা গেল না সানি দেওলকে।