Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aishwarya-Amitabh-Abhishek: বিচ্ছেদের রটনার মাঝেই শ্বশুর অমিতাভ এবং স্বামী অভিষেকের সঙ্গে নাচ ঐশ্বর্যর, বিবাদ কি মিটে গেল?

Bachchan Family Rumours: মুম্বইয়ের ধিরুবাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিল ঐশ্বর্য-অভিষেকের কন্যা আরাধ্যা। অনুষ্ঠান শেষ বাজতে থাকে শাহরুখ অভিনীত 'ওম শান্তি ওম' ছবির গান। তাতে বাচ্চাদের সঙ্গে নাচেন অভিষেক, অমিতাভ এবং ঐশ্বর্য। ঠিক যেন 'বান্টি অউর বাবলি' ছবির 'কাজরা রে'। যে গানে স্বামী এবং শ্বশুরের সঙ্গে নেচেছিলেন ঐশ্বর্য।

Aishwarya-Amitabh-Abhishek: বিচ্ছেদের রটনার মাঝেই শ্বশুর অমিতাভ এবং স্বামী অভিষেকের সঙ্গে নাচ ঐশ্বর্যর, বিবাদ কি মিটে গেল?
শ্বশুর অমিতাভ এবং স্বামী অভিষেকের সঙ্গে ঐশ্বর্য।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 8:43 PM

তাঁদের নিয়ে হওয়া জল্পনাকে বন্ধ করতে চাইছে বচ্চন পরিবার। বিগত বেশ কিছুদিন ধরে হাওয়ায় খবর, ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে নাকি বিচ্ছেদ ঘটতে চলেছে বচ্চন পরিবারের রাজপুত্র অভিষেক বচ্চনের। অভিষেক নাকি হাত থেকে খুলে ফেলেছেন আংটিও। তাঁরা নাকি আলাদা হতে চলেছেন। সেই কারণে নাকি শ্বশুরবাড়ি ছেড়ে মা বৃন্দা রাও এবং কন্যা আরাধ্যা বচ্চনের সঙ্গে বাপের বাড়িতেই থাকছেন ঐশ্বর্য। তার উপর পৈত্রিক ভিটে ‘প্রতীক্ষা’ অভিষেককে না দিয়ে অমিতাভ উপহার দিয়েছেন কন্যা শ্বেতাকে। তাতে নাকি আরও চোটেছেন ঐশ্বর্য। চিরকালই বচ্চনরা তাঁদের পারিবারিক কেলেঙ্কারির কথা ধামাচাপা দিয়েই এসেছে। এবারও তাই ধামাচাপা দিতেই চাইছে। এবং তাতে নাকি সায় দিয়েছেন ঐশ্বর্য স্বয়ং।

মুম্বইয়ের ধিরুবাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিল ঐশ্বর্য-অভিষেকের কন্যা আরাধ্যা। সেই একই স্কুলে পড়েন শাহরুখ খানের ছোট পুত্র আব্রাম, করণ জোহরের যমজ সন্তান যশ-রুহিও। বার্ষিক অনুষ্ঠান শেষ বাজতে থাকে শাহরুখ অভিনীত ‘ওম শান্তি ওম’ ছবির গান। তাতে বাচ্চাদেক সঙ্গে নাচেন অভিষেক, অমিতাভ এবং ঐশ্বর্য। ঠিক যেন ‘বান্টি অউর বাবলি’ ছবির ‘কাজরা রে’। যে গানে স্বামী এবং শ্বশুরের সঙ্গে নেচেছিলেন ঐশ্বর্য। আরাধ্যার স্কুলের নাচের সেই ভিডিয়ো দেখে অনেকেরই মন হয়েছে কিছুই হয়নি ঐশ্বর্য-অভিষেকের মধ্যে। তাঁদের বিবাহবিচ্ছেদের রটনা একেবারেই ভুয়ো বলে মনে হতে থাকে।