Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir-Alia Secrets: আলিয়া বাথরুম করে বেরলে পরিষ্কার করেন রণবীর, বলেন, ‘আমার বউ খুব নোংরা’

Dirty Alia Bhatt: আলিয়া নাকি ভয়ানক 'নোংরা' মানুষ। একেবারেই পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে থাকতে পারেন না। যেখানেই থাকেন, সে জায়গাটা অগোছালো করে তোলেন মুহূর্তে। অন্য কোনও মানুষ সেই জায়গায় গেলে অস্বস্তিতে পড়ে যেতে পারেন। একই কাণ্ড ঘটে বাড়িতেও। মুম্বইয়ে তাঁদের জুহুর বাড়িতে থাকেন আলিয়া-রণবীর। আলিয়া বাড়ি থাকা মানেই নাকি সব জায়গা অগোছালো হয়ে থাকা। এই আলিয়া যদি বাথরুমে যান তা হলে আর কথাই নেই। বিষয়টির বিবরণ দিয়েছেন রণবীর স্বয়ং।

Ranbir-Alia Secrets: আলিয়া বাথরুম করে বেরলে পরিষ্কার করেন রণবীর, বলেন, 'আমার বউ খুব নোংরা'
আলিয়ার নোংরা পরিষ্কার করেন রণবীর।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2023 | 12:20 PM

পর্দায় যতই ‘আলফা মেল’ (১ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিম্যাল’ ছবিতে ‘অতিরিক্ত পুরুষালি’ নায়কের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর) হয়ে ঘুরে বেড়ান না কেন, বাড়িতে কিন্তু আলিয়ার কাছে তিনি কুপোকাত। রণবীর অতীতে এক সাক্ষাৎকারে বলেওছিলেন আলিয়ার ব্যক্তিত্বের কাছে তিনি কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে পারেন না। সেই আলিয়াই নাকি নাকানি-চোবানি খাওয়ান তাঁর শান্ত স্বামী রণবীরকে। বিষয়টা জানলে অবাক হতে হবে।

আলিয়া নাকি ভয়ানক ‘নোংরা’ মানুষ। একেবারেই পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে থাকতে পারেন না। যেখানেই থাকেন, সে জায়গাটা অগোছালো করে তোলেন মুহূর্তে। অন্য কোনও মানুষ সেই জায়গায় গেলে অস্বস্তিতে পড়ে যেতে পারেন। একই কাণ্ড ঘটে বাড়িতেও। মুম্বইয়ে তাঁদের জুহুর বাড়িতে থাকেন আলিয়া-রণবীর। আলিয়া বাড়ি থাকা মানেই নাকি সব জায়গা অগোছালো হয়ে থাকা। এই আলিয়া যদি বাথরুমে যান তা হলে আর কথাই নেই। বিষয়টির বিবরণ দিয়েছেন রণবীর স্বয়ং।

এক সাক্ষাৎকার পর্বে রণবীর মুখ ভেটকে বলেছেন, “আমার স্ত্রী আলিয়া কিন্তু একেবারেই গুছিয়ে থাকার মানুষ নন। তিনি খুবই আগোছালো প্রকৃতির মানুষ। বিশেষ করে বাথরুমে গেলে আমাকে যেতেই হয় ওঁর পিছন-পিছন। কারণ বাথরুম ভীষণ নোংরা করে রাখেন আলিয়া। ব্যবহৃত টিস্য়ু পেপার ফেলে রাখেন যেখানে-সেখানে। তোলায়ে ওলটপালট করে রাখেন। বাকিটা আর বললামই না। আমার ওসিডি (পরিষ্কার করার বাতিক) আছে, তাই আলিয়ার এই নোংরামি একেবারেই সহ্য করতে পারি না। ও বাথরুম থেকে বের হলেই আমি ঢুকে গিয়ে সব পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিয়ে আসি। মাথার মধ্যে চলতে থাকে, অন্য কেউ বাথরুমে গেলে কী ভাববেন…”

এমন স্বামী কোথায় পেতেন আলিয়া? রণবীর কাপুর চুপচাপ প্রকৃতির মানুষ। যাকে মনোবিজ্ঞানের ভাষায় ‘ইনট্রোভার্ট’ বলা হয়। একেবারেই ‘টক্সিক’ (এক সময় রটেছিল তিনি নাকি খুবই টক্সিক, বিষাক্ত মানুষ) নন, জানিয়েছেন খোদ আলিয়াই। বরং তিনি খুবই খেয়াল রাখেন পরিবারের সদস্যদের। বিশেষ করে মা নিতু কাপুর এবং স্ত্রী আলিয়া ভাটের। এখন তাঁর পৃথিবী জুড়ে রয়েছে এক বছর বয়সি কন্যা রাহা কাপুর। রণবীর নাকি এক মায়ের মতোই রাহাকে আগলে রাখেন। এই কথা বলতে গিয়ে রণবীরের খুবই প্রশংসা করেছেন আলিয়ার বাবা পরিচালক মহেশ ভাট।

(কথায় আছে বিপরীত মেরুরা একে-অপরকে আকৃষ্ট করেন। আলিয়া-রণবীরের এই অমিলই হয়তো তাঁদের সম্পর্ককে বাঁচিয়ে রেখেছে বছরের পর-বছর। রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কিংবা ক্যাটরিনা কাইফ তাঁর মতোই পরিষ্কার বাতিকে আক্রান্ত ছিলেন। তাঁদেরও ওসিডি রয়েছে। তাই হয়তো বেশিদিন টিকল না সম্পর্কগুলো।)