Dharmendra Ill: অসুস্থ ধর্মেন্দ্রকে নিয়ে মার্কিন মুলুকে পুত্র সানি দেওল; কী হয়েছে অভিনেতার?
Sunny Deol: নানা ধরনের বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন ধর্মেন্দ্র। তাঁর বয়স হয়েছে ৮৭ বছর।
সূত্রের খবর, মার্কিন দেশে পাড়ি দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এবং তাঁর জ্যেষ্ঠপুত্র সানি দেওল। দিন ২০ সেখানেই নাকি থাকবেন বাবা-ছেলে। ধর্মেন্দ্রর বয়স এখন ৮৭ বছর। নানা ধরনের বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন অভিনেতা। তাঁর চিকিৎসার জন্যই আমেরিকায় নিয়ে গিয়েছেন সানি। যতদিন ধর্মেন্দ্রর চিকিৎসা চলবে, সানি সেখানেই থাকবেন বাবার সঙ্গে। সূত্র এও জানিয়েছেন, সেরকম চিন্তার কোনও কারণ নেই। ধর্মেন্দ্র ভালই আছেন।
শরীরিকভাবে এখনও কর্মঠ ধর্মেন্দ্র। ৮৭তে এসেও নিয়মিত জিম করেন। সাইক্লিং করেন। সর্বোপরি সিনেমায় অভিনয় করেন। তবে মাঝেমধ্যে শরীরের নানা প্যারামিটার ভোগায় তাঁকে। সেসবকে বাগে এনে বাবা যাতে দীর্ঘদিন সুস্থ থাকতে পারেন, তাই তাঁকে মার্কিন দেশে নিয়ে গিয়েছেন সানি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ‘গদর ২’ ছবিটি। বহু বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘গদর’ ছবির সিক্যুয়েল এই ছবি। ছবিটি বক্স অফিসে দারুণ ফল করেছে। ব্য়বসা করে বিপুল। মুক্তির প্রথম সপ্তাহেই ২৮৪.৬৩ কোটি টাকার ব্যবসা করেছে ‘গদর ২’।
অন্যদিকে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অনেকদিন পর অভিনয় করেছেন ধর্মেন্দ্র। সেই ছবিটিও দারুণ পারফর্ম করেছে বক্স অফিসে। রণবীর সিং, আলিয়া ভাট ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজ়মি, টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। ধর্মেন্দ্রর পারফরম্যান্স আলাদাভাবে নজর কেড়ে দর্শকের।
ছেলে সানির ‘গদর ২’-এর সাফল্যের পার্টিতে হাজির ছিলেন ধর্মেন্দ্র নিজেও। দারুণ আনন্দ করেছেন তিনি। তারপরই চিকিৎসার জন্য আমেরিকায় পাড়ি দিয়েছেন অভিনেতা।