Vicky Kaushal: ভিসা পাননি ভিকি! চলতি মাসে ‘অশ্বত্থামা’ হতে পারলেন না অভিনেতা!
সব কিছু যদি পরিকল্পনা অনুসারে চলে, আদিত্য তাঁর ছবি অগাস্টের মধ্যে শুরু করতে পারেন। ফিল্ম ক্রুরা ভিসার অনুমোদনের অপেক্ষায় রয়েছেন, যা কোভিডের কারণে বেশি সময় নিচ্ছে।
পরিচালক আদিত্য ধরের ‘ম্যাগনাম ওপাস’—’দ্য ইমরট্যাল অশ্বত্থামা’র জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। আদিত্য আশা করেছিলেন ভিকি কৌশল এবং সারা আলি খানকে নিয়ে ইউরোপের শুটিং শুরু করে ফেলবেন এপ্রিলের মধ্যে, কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউ তাঁকে ছবির শুটিং জুলাই পর্যন্ত পিছিয়ে দিতে বাধ্য করে। তবে এখন আরেক সমস্যার কারণে আদিত্যকে দ্বিতীয়বারের মতো শুটিং শিডিউল পিছনো ছাড়া আর কোনও বিকল্প নেই। যদিও ইউরোপের শুটিংয়ে সুরক্ষা সংক্রান্ত উদ্বেগ হওয়ার বড় কারণ দেশের বন্যা পরিস্থিতি। এছাড়াও যএ কারণে শুটিং সম্ভবকর হচ্ছে না তা হল ভিসা।
এক দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, সব কিছু যদি পরিকল্পনা অনুসারে চলে, আদিত্য তাঁর ছবি অগাস্টের মধ্যে শুরু করতে পারেন। ফিল্ম ক্রুরা ভিসার অনুমোদনের অপেক্ষায় রয়েছেন, যা কোভিডের কারণে বেশি সময় নিচ্ছে।
আদিত্য প্রথমে একটি ছোট গ্রুপের সঙ্গে রেকিতে বেরোবেন। তিনি এখনও কোন দেশগুলোয় শুটিং করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেননি। পূর্ব ইউরোপের পরিস্থিতির উপরে শুটিংয়ের স্থানগুলি পরিবর্তন হতে পারে। অন-গ্রাউন্ড চেকিং শেষ হয়ে গেলে, ইউনিটের বাকি সদস্যরা তাঁদের সঙ্গে যোগ দেবে। ‘মিস্টার লেলে’র শুটিং শেষ করে অগাস্টের মাঝামাঝি কিংবা শেষের দিকে তিনি ‘দ্য ইমরট্যাল অশ্বত্থামা’র শুটিং শুরু করবেন বলে আশা করা হচ্ছে।
সাই-ফাই অথচ একেবারে পৌরাণিক পটভূমিতে সাজানো ছবিটির শুরু থেকে শেষ পর্যন্ত সুচারুভাবে চালিত হয় তা নিশ্চিত করার জন্য পরিচালক আদিত্য ধর ফিল্মের স্টোরিবোর্ড নিয়ে গত ছয় মাস ব্যয় করেছেন।