Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katrina-Vicky: ভিকি তাঁর স্ত্রী ক্যাটরিনাকে কী নামে ডাকেন, শুনলে অবাক হবেন!

Katrina-Vicky: কী নামে ডাকেন ভিকি তাঁর আদরের বউকে?

Katrina-Vicky: ভিকি তাঁর স্ত্রী ক্যাটরিনাকে কী নামে ডাকেন, শুনলে অবাক হবেন!
কী নামে ডাকেন ভিকি ক্যাটরিনাকে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2022 | 1:48 PM

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ব্যস্ত সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টরের সঙ্গে তাঁর নতুন ছবি ‘ফোন ভূত’-এর প্রচারে। ছবিতে তাঁকে দেখা যাবে ভূতরূপে। নাম সোনালি। ছবির ট্রেলার রিলিজের পর দর্শক থেকে ভক্তদের থেকে পেয়েছেন প্রশংসা-ভালবাসা। তবে ছবি থেকেও তাঁর জীবন নিয়ে কৌতুহল সকলের বেশি। ২০২১ সালে ডিসেম্বরে বিয়ে করেছেন ক্যাটরিনা ভিকি কৌশলকে (Vicky Kaushal)। তাঁরা যেহেতু নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে (বিশেষ করে বিয়ের আগে পর্যন্ত) খুব কম কথা বলেন, তাই আগ্রহ রয়েছে প্রচুর ভক্তদের মধ্যে তাঁদের নিয়ে। ক্যাটরিনা তাঁর আসন্ন ছবির প্রচারের সময় এবার একটি বিষয় সকলের সামনে আনলেন। ছবির প্রচারে নানা প্রশ্নের মুখোমুখি তিনি। সেই সময় কথা প্রসঙ্গে জানালেন ভিকি তাঁকে কী নামে ডাকেন, এবং কেন এমন নাম তাঁর।

কী নামে ডাকেন ভিকি তাঁর আদরের বউকে? ‘প্যানিক বটন’। হ্যাঁ, এই নামেই ডাকেন ভিকি। কারণ ক্যাটরিনা খুবই সব বিষয় নিয়ে প্যানিক করেন। সে কারণে এই নাম দিয়েছেন ভিকি। ক্যাটরিনা আর যোগ করেছেন যে, তাঁরা সম্পূর্ণ ভিন্ন মতের মানুষ। কিন্তু তাঁদের বন্ধুত্ব এই বিপরীতমুখী হওয়ায় কোন সমস্যা করে না। তাঁর মতে, দুটো বোকা মানুষ একসঙ্গে হৃদয়ের টানে জুড়ে রয়েছে।

ক্যাটরিনা দক্ষিণের তারকা বিজয় সেতুপতির সঙ্গে প্রথমবার কাজ করছেন ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। সেই ছবির শুটিংয়ের সময় ভিকি কীভাবে তাঁকে সাহায্য করেছিলেন একটি দৃশ্যে তাও ভাগ করেছেন ক্যাটরিনা। একটি দু পাতার স্ক্রিপ্ট কীভাবে মিনিটের মধ্যে মুখস্থ করে নিয়েছিলেন ভিকি, যা দেখে তিনি বেশ ঈর্ষাম্বিত হয়েছিলেন, জানিয়েছেন ক্যাটরিনা। এখন ব্যক্তি জীবনে তাঁদের কাজও একটা অঙ্গ হয়ে গিয়েছে, মনে করেন ক্যাটরিনা।

‘ফোন ভূত’ নভেম্বরে মুক্তি পাবে। রয়েছে ‘মেরি ক্রিসমাস’ ছবি ক্যাটরিনার হাতে। সলমন খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ ছবি মুক্তি পাবে আগামী বছর। ঈদে মুক্তি পাবে ছবি, এমনটাই এতদিন জানা ছিল. তবে এবার সলমন নিজে টুইট করে জানিয়েছেন ঈদ নয়, তাঁর এবং ক্যাটরিনার রসায়ন পর্দায় দেখা যাবে ২০২৩ সালের দেওয়ালিতে।

অন্যদিকে ভিকির ঝুলিতেও ছবির সংখ্যা কম নয়। ‘গোবিন্দ নাম মেরা’, মেঘনা গুলজারের ‘স্যাম বাহাদুর’, সারা আলি খানের সঙ্গে একটি নাম ঠিক না হওয়া ছবি, শাহরুখ খানের সঙ্গে রাজকুমার হিরানির ‘ডানকি’, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামেলি’, আনন্দ তিওয়ারির নাম ঠিক না আরও একটি ছবি করছেন তিনি। ‘স্যাম বাহাদুর’ ছাড়া বাকি সব কটি ছবির শুটিং শেষ। মেঘনার ছবির শুটিং চলছে।