আবারও হাসপাতালে ভর্তি করা হল জারিন খানের মা’কে, চিন্তায় অভিনেত্রী
এ মাসেরই ১৪ তারিখ ছিল জারিনের জন্মদিন। কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে ইদও। এই দুই খুশির উৎসবে জারিনের কাছে এসে জমা হয়েছে প্রচুর শুভেচ্ছাবার্তা। কিন্তু অভিনেত্রী প্রত্যুত্তর দিতে পারেননি।
কিছু দিন আগেই দাদুকে হারিয়েছেন জারিন খান। মায়ের শরীরও একেবারেই ভাল যাচ্ছে না। এ কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী জারিন খান। জারিন এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আরও জানান, আবারও তাঁর মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
এ মাসেরই ১৪ তারিখ ছিল জারিনের জন্মদিন। কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে ইদও। এই দুই খুশির উৎসবে জারিনের কাছে এসে জমা হয়েছে প্রচুর শুভেচ্ছাবার্তা। কিন্তু অভিনেত্রী প্রত্যুত্তর দিতে পারেননি। জারিন লেখেন, “আমি জানি কিছুটা দেরি হয়ে গিয়েছে কিন্তু ইদ এবং জন্মদিনে যে ভালবাসা আপনারা আমায় দিয়েছেন, সে জন্য ধন্যবাদ…”। জারিন আরও জানান গত দেড় মাস যাবত মার শরীর নিয়ে যারপরনাই দুশ্চিন্তায় ভুগছেন তিনি। তাঁর কথায়, “আবারও মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সবাই মায়ের জন্য প্রার্থনা করবেন।” তবে মায়ের ঠিক কী হয়েছে সে ব্যাপারে খোলসা করেননি তিনি।
View this post on Instagram
মাস খানের আগে এক সাক্ষাৎকারে স্টারকিড, নেপোটিজম, বলিউডে কাজ কম না পাওয়া, টাইপকাস্ট হওয়া– ইত্যাদি নানা বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন জারিন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “ফিল্মি ব্যাকগ্রাউণ্ড থেকে আসিনি আমি। আমার আগের ছবি হিট হল না ফ্লপ তা না দেখে পরিচালকরা আমার দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে এমন সৌভাগ্যও আমার নেই। তাই ইন্ডাস্ট্রির বাইরের থেকে আসা একজন মানুষ হিসেবে আমাকে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয়েছে।” কাস্টিং কাউচের অভিজ্ঞতাও হয়েছে তাঁর। পরিচালক অফার দিয়েছেন, “কিসিং সিন রিহারস’ করার।
আরও পড়ুন: ওটিটিকে ‘ফিল্টার’ করতে চায় কেন্দ্র, বাদ নেই সোশ্যাল মিডিয়াও
সম্প্রতি প্রিন্স নারুলার সঙ্গে একটি মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন জারিন। একইসঙ্গে করণবীর বোহরার সঙ্গে ‘পাতালপানি’নামক এক হরর কমেডিতেও অভিনয় করেছেন জারিন। ওই দুই কাজই আপাতত মুক্তির অপেক্ষায়।