প্রথম ফোটোশুটের ছবি পোস্ট করে নস্টালজিক সেলিনা জেটলি
২০০১ সালে 'মিস ইন্ডিয়া' খেতাব জেতেন সেলিনা জেটলি। তারপর ২০০৩ সালে 'জানাশিন' ছবির মাধ্যমে বলিউডে পদার্পন অভিনেত্রীর।
গত নভেম্বরে উনচল্লিশে পা দিলেন অভিনেত্রী। আর আজ ডাউন মেমরি লেনে হাঁটলেন অভিনেত্রী সেলিনা জেটলি (Celina Jaitly)। নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন ২৪ বছর আগের এক ছবি। নিজের ছোটবেলার ছবি শেয়ার করে লেখেন, ‘প্রথম প্রফেশনাল ফোটোশুট’। একেবারে স্টানিং লুকে গালে হাত দিয়ে পোজ দিয়েছেন ছোট্ট সেলিনা। থ্রো ব্যাক ছবির ক্যাপশানে লেখেন, ‘যখন আমার বয়স মাত্র ১৫…আমার প্রথম প্রফেশনাল ফোটোশুট…মায়ের কাছে থেকে চেয়ে নিয়েছিলাম লিপস্টিক ও আইলাইনার।’
আরও পড়ুন তল্লাশিতে গ্রেফতার সুরেশ রায়না, গুরু রণধওয়া, পিছনের দরজা দিয়ে পালালেন র্যাপার বাদশাহ
ব্ল্যাক আর ব্লু আউটফিটে আরও মোহময়ী হয়ে উঠেছেন সেলিনা জেটলি। অভিনেত্রী মাঝেমাঝে ফ্যামিলি অ্যালবাম থেকে পুরনো ছবি পোস্ট করেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ভাই বিক্রান্তের জন্মদিনে ঠিক এমনই এক ছবি পোস্ট করেন সেলিনা। ছবিতে স্কুল ড্রেসে ভাইয়ের সঙ্গে এক উণচু পাথরে বসে রয়েছেন তিনি। মুখে চওড়া হাসি। পিঠে স্কুল ব্যাগ। গলায় ঝুলছে লাল রঙের টাই। পায়ে সাজা মোজা আর কালো রঙের স্কুলের জুতো। পাশে ভাই বিক্রান্ত পরেছে খয়েরি রঙের সোয়েটার আর পায়ের মোজার নিচে ঢুকে গিয়েছে প্যান্ট।
View this post on Instagram
২০০১ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জেতেন সেলিনা জেটলি। তারপর ২০০৩ সালে ‘জানাশিন’ ছবির মাধ্যমে বলিউডে পদার্পন অভিনেত্রীর। একের পর এক ছবি করেছেন সেলিনা। ‘খেল-নো অর্জিনারি গেম’, ‘সিলিসিলে’, ‘নো এন্ট্রি’, ‘আপনা সপনা মানি মানি’, ‘মানি হ্যাঁয় তো হানি হ্যাঁয়’, ‘গোলমাল রিটার্নস’, ‘পেয়িং গেস্টস’ ও ‘থ্যাঙ্ক ইউ’।
View this post on Instagram
সেলিনা জেটলি শেষ অভিনীত ছবি ছিল ‘উইল ইউ ম্যারি মি’। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন শ্রেয়াস তালপাড়ে, রাজীব খান্ডেলওয়াল ও মুগ্ধা গডসে।