এক মাস পর কমেডিয়ান ফারুকির জামিন মঞ্জুর শীর্ষ আদালতের

হিন্দু দেব-দেবীকে নিয়ে অপমানজনক মন্তব্য করার অভিযোগে এক মাসেরও বেশি সময় ধরে জেলবন্দি মুনাবর ফারুকি।

এক মাস পর কমেডিয়ান ফারুকির জামিন মঞ্জুর শীর্ষ আদালতের
মুনাবর ফারুকি।
Follow Us:
| Updated on: Feb 05, 2021 | 2:46 PM

হিন্দু দেব-দেবীকে নিয়ে অপমানজনক মন্তব্য করার অভিযোগে এক মাসেরও বেশি সময় ধরে জেলবন্দি কমেডিয়ান মুনাবর ফারুকি। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। একই সঙ্গে মধ্যপ্রদেশ সরকারকে নোটিস ধরিয়েছে শীর্ষ আদালত। এ ছাড়া বেশ কিছু মাস আগে উত্তরপ্রদেশে মুনাবর ফারুকির নামে যে পরোয়ানা জারি হয়েছিল, তাতেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

এ দিন আদালতে ফারুকির আইনজীবী অভিযোগ জানান, গত এক মাস ধরে তাঁর মক্কেলকে নানা অসুবিধের মধ্যে দিয়ে যেতে হয়েছে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ভারতীয় দন্ডবিধির ৪১ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া কীভাবে কাউকে গ্রেফতার করা সম্ভব? এর আগে মধ্যপ্রদেশে উচ্চ আদালতে ফারুকির কৌঁসুলি জামিনের আবেদন জানালে তা খারিজ করে দেয় হাইকোর্ট। এর পরেই আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ফারুকির আইনজীবী। অবশেষে তাতেই সাময়িক স্বস্তি মিলল ফারুকির।

এ বছরের জানুয়ারির শুরুতে এক কমেডি শো-তে অংশ নেওয়ার পরেই ফারুকির বিরুদ্ধে হিন্দু দেবদেবী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে অপ্রীতিকর বার্তা ছড়ানোর অভিযোগ ওঠে। অনুষ্ঠানটিতে হাজির ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক মালিনী লক্ষ্মণ সিং গৌরের ছেলে একলব্য সিং। একলব্যের অভিযোগের ভিত্তিতেই ফারুকিকে গ্রেফতার করা হয়। যদিও ফারুকির আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ মিথ্যে। ফারুকি অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন ঠিকই, কিন্তু হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার মতো কোনও কথা তিনি বলেননি। পাশপাশি উচ্চ আদালতের তরফে দাবি করা হয়, বিগত বেশ কিছু মাস ধরেই হিন্দু দেবদেবীদের নিয়ে নানা মস্করা করে চলেছে ফারুকিসহ আরও  চার কমেডিয়ান।