Abu Hena Rony: প্রতিবাদের মাশুল! ১০০ লোক জড় করে মারধর ‘মিরাক্কেল’-এর রনিকে
Abu Hena Rony: সিনেমা দেখতে এসে যে এ হেন ঘটনার মুখে পড়তে হবে তা হয়তো নিজেও ভাবেননি কৌতুকশিল্পী আবু হেনা রনি। বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করে আক্রান্ত হলেন তিনি।

সিনেমা দেখতে এসে যে এ হেন ঘটনার মুখে পড়তে হবে তা হয়তো নিজেও ভাবেননি ‘মিরাক্কেল’ খ্যাত কৌতুকশিল্পী আবু হেনা রনি। বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করে আক্রান্ত হলেন তিনি। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর এলাকায়। ‘প্রথম আলো’র এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শুক্রবার সন্ধে নাগাদ একটি সিনেমা দেখতে যাচ্ছিলেন রনি ও তাঁর বন্ধু। রাস্তার পাশে ফাঁকা জায়গায় নিজের গাড়িটি রেখে দাঁড়িয়ে ছিলেন রনি।
আচমকাই ছাবলু মোল্লা নামক এক স্থানীয় ব্যবসায়ী বেপরোয়া গতিতে গাড়ি নিয়ে ছুটে আসে। অভিযোগ, একপর্যায়ে সড়কের পাশে দাঁড়ানো রনি ও তাঁর বন্ধুদের ওপর দিয়ে গাড়িটি প্রায় চালিয়ে দেওয়ার উপক্রম হয়। এই ঘটনার প্রতিবাদ করাতেই রনি ও তাঁর বন্ধুর উপর চড়াও হয় রনি ও তাঁর দলবল। মারধরেরও অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত অবস্থায় রনির দুই বন্ধু রাজু আহমেদ ও তহরুল ইসলামকে স্থানীয় হাসপাতালেও ভর্তি করা হয়।
এ প্রসঙ্গে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, “শুরুতে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলেও পরে ছাবলু মোল্লা মুঠোফোনে তাঁর আত্মীয়স্বজনকে ডেকে এনে সড়কের ওপর শতাধিক মানুষের উপস্থিতিতে আবু হেনার দুই বন্ধু রাজু আহম্মেদ ও তহুরুল ইসলামকে বেধড়ক মারধর করতে থাকেন। একপর্যায়ে সড়কের পাশে রাখা আবু হেনা রনির ব্যক্তিগত গাড়িটির সামনের ও পেছনের কাচ ভেঙে ফেলেন তাঁরা। ” পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে তদন্ত।





