Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oscars 2023: ‘অপরাধের স্থানে’ আর ফিরে যেতে চান না, অস্কারে সঞ্চালনার দায়িত্ব এড়ালেন ক্রিস রক

Will Smith Slap: ৯৪তম অস্কার অনুষ্ঠানে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। সঞ্চালক ক্রিস রককে স্টেজে উঠে কষিয়ে থাপ্পড় মারেন বিখ্যাত অভিনেতা উইল স্মিথ।

Oscars 2023: 'অপরাধের স্থানে' আর ফিরে যেতে চান না, অস্কারে সঞ্চালনার দায়িত্ব এড়ালেন ক্রিস রক
সঞ্চালক ক্রিস রককে স্টেজে উঠে কষিয়ে থাপ্পড় মারেন বিখ্যাত অভিনেতা উইল স্মিথ।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2022 | 6:08 PM

স্ত্রী জেডাকে নিয়ে অস্কার মঞ্চে রসিকতা মানতে না পেরে সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে সপাটে চড় মেরেছিলেন হলিউড অভিনেতা উইল স্মিথ। এ নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলা। পরিস্থিতি যখন কিছুটা থিতিয়ে পড়েছে তখন আরও একবার নিজের চরম সিদ্ধান্ত জানিয়ে এই বিতর্ককে খানিক উস্কে দিলে সঞ্চালক ক্রিস রক। সাফ জানিয়ে দিলেন কোনওভাবেই আগামী বছর অ্যাকাদেমি পুরস্কার প্রদান অনুষ্ঠানে সঞ্চালনা তিনি করবেন না। সূত্র জানাচ্ছে, ২০২৩ সালের অ্যাকাদেমি পুরস্কারে সঞ্চালনা করার প্রস্তাব গিয়েছিল তাঁর কাছে। তবে তিনি নাকি সাফ জানিয়ে দিয়েছেন মার্চ মাসে ঘটা ঘটনার সন্ধেতে তিনি আর ফেরত যেতে চান না। ওই সন্ধেকে তিনি তুলনা করেছেন ‘ক্রাইম সিন’-এর সঙ্গেও।

অ্যারিজোনা রিপ্লাবিকের রিপোর্ট বলছে, অস্কারের ওই সন্ধেকে তিনি তুলনা করেছেন ১৯৯৫ সালের সেই চর্চিত ও.জে সিম্পসন ‘মার্ডার ট্রায়াল’এর সঙ্গে। যেখানে সিম্পসন তাঁর প্রাক্তন স্ত্রী নিকোল ব্রাউন ও তাঁর বন্ধুকে নির্মম ভাবে হত্যা করেন। অস্কারের মঞ্চ তাঁর মনে যে ক্ষত সৃষ্টি করেছে তা আরও একবার ফিরে দেখার ইচ্ছে নেই বলেই জানিয়েছেন ক্রিস রক। ঠিক কী হয়েছিল সে রাতে?

৯৪তম অস্কার অনুষ্ঠানে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। সঞ্চালক ক্রিস রককে স্টেজে উঠে কষিয়ে থাপ্পড় মারেন বিখ্যাত অভিনেতা উইল স্মিথ। ক্রিসের বিরুদ্ধে অভিযোগ, উইলের স্ত্রী জাডা পিঙ্কেটের অসুস্থতা মস্করা করেছিলেন তিনি। সেদিনই পুরস্কার হাতে নিয়ে ক্রিসের কাছে ক্ষমা চেয়েছিলেন স্মিথ। কিন্তু অস্কারের মতো এমন এক আন্তর্জাতিক মঞ্চে এই ধরনের ঘটনার পর তোলপাড় হবে না, তাও কি হয়! স্মিথের অস্কার-ভবিষ্যৎ নিয়ে উঠেছিল প্রশ্ন। তাঁকে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধও করা হয়। অন্যদিকে সব কিছুর মধ্যে শাপে বর হয় ক্রিসের। এক ধাক্কায় ৩,৫০০ টাকা থেকে ৩১,২০০ টাকা পর্যন্ত বাড়ে। তাঁর কমেডি শোয়ের টিকিটের দাম। তাঁকে দেখতেই মানুষ ভিড় জমিয়েছিলেন শোতে। একেই বলে কারও ‘পৌষ মাস, তো কারও সর্বনাশ’!