Rashmika Mandana: প্রথম ছবি ‘গুডবাই’ মুক্তি আগেই রশ্মিকা মনদানা জানালেন কাঁদের সঙ্গে রোড ট্রিপে যেতে চান
Rashmika Mandana: রশ্মিকা শুধু অভিনয়ই করতে চান না এই দুই নায়িকার সঙ্গে, পাশাপাশি তাঁদেরকে নিয়ে সত্যিই একটি 'পাগল কুল সিনেমা'ও তৈরি করতে চান।
রশ্মিকা মনদানা বিকাশ বহেলের ‘গুডবাই’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন। ৭ অক্টোবর ছবি মুক্তি পাবে। সেই ছবির প্রচারে ব্যস্ত রশ্মিকা সম্প্রতি এমন অভিনেত্রীদের সম্পর্কে কথা বলেছেন, যাঁদের সঙ্গে তিনি ভবিষ্যতে কাজ করতে চান। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, রশ্মিকা জানিয়েছেন যে তিনি দক্ষিণের অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে কাজ করতে পছন্দ চান কারণ তিনি তাঁর সঙ্গে অত্যন্ত সংযুক্ত বোধ করেন। তাঁর মতে, সামান্থা সর্বদা তাঁর পাশে আছেন এবং একটি মিষ্টি পুতুল তিনি। সামান্থা তাঁর দক্ষিণের সহঅভিনেত্রী। তাঁরা ভাল বন্ধুও। কিন্তু বলিউডে তিনি কাকে পছন্দ করেন? রশ্মিকা বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নাম নিয়েছেন। সঙ্গে যোগ করেছেন যে তাঁরা সকলেই তাঁদের অভিনয় দিয়ে দর্শক মন জয় করবেন।
রশ্মিকা শুধু অভিনয়ই করতে চান না এই দুই নায়িকার সঙ্গে, পাশাপাশি তাঁদেরকে নিয়ে সত্যিই একটি ‘পাগল কুল সিনেমা’ও তৈরি করতে চান। এমনকী যদি সুযোগ দেওয়া হয় তিনি আলিয়া এবং সামান্থার সঙ্গে রোড ট্রিপে যেতে পছন্দ চাইবেন। ফারহান আখতার কি শুনেছেন রশ্মিকার ইচ্ছের কথা। তিনিও তো জি লে যারা ছবিটি তিনটি মেয়ের একটি রোড ট্রিপ জার্নি নিয়ে লিখেছেন গল্প। যে ছবিতে আলিয়া, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করার কথা। কিন্তু নায়িকাদের মাতৃত্বের কারণে ছবির শুটিং শুরু করা যাচ্ছে না। রশ্মিকার যে ইচ্ছে সামান্থা এবং আলিয়ার সঙ্গে বেড়াতে যাওয়ার, সেই ইচ্ছে কি ফারহান নতুন কাস্টিং করে ভাবতে পারেন? সে অবশ্য সময় বলবে।
রশ্মিকার সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মিশন মজনু ছবি দিয়ে বলিউড ডেবিউ করার কথা ছিল। কিন্তু সেই ছবির মুক্তি কোভিডের কারণে পিছিয়ে যায়। নতুন তারিখ এখনও জানা যায়নি। ফলে ‘গুডবাই’ ছবি দিয়েই তিনি ডেবিউ করছেন। এই ছবি তিনি স্ক্রিন শেয়ার করছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, পাভেল গুলাটি এবং অন্যান্যদের সঙ্গে। এটি ৭ অক্টোবর ২০২২ সালে সিনেমা হলে মুক্তি পাবে। এছাড়াও রশ্মিকা সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় রণবীর কাপুরের বিপরীতে অ্যানিমেল ছবি করছেন। অনিল কাপুর এবং ববি দেওল এই ছবিতে গুরুক্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।