Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কিশোর কুমারের জন্মদিনে পুত্র অমিত কুমারের নতুন চমক!

'অনেকেই বাবার গানের অনুরোধ করেন। তাই এই গানটা করলাম। এছাড়াও এই মাসেই বাবার গান নিয়ে দুটো ম্যাশআপ কভার ভার্সান প্রকাশ পাবে। সবটাই এই বিশেষ মাসের কথা ভেবেই করা...'

কিশোর কুমারের জন্মদিনে পুত্র অমিত কুমারের নতুন চমক!
পিতা-পুত্র। কিশোর কুমার ও অমিত কুমার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2021 | 10:14 AM

৪ অগস্ট কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৯২ তম জন্মবার্ষিকী। অভিনেতা, গায়ক, পরিচালক, প্রযোজক, গীতিকার, সুরকার নানা ভূমিকায় তিনি আজ চিরকালীন, চির কিশোর। পুত্র অমিত কুমারকে চলচ্চিত্র জগতে আনেন অভিনয়ের সূত্রে ‘দূর গগন কি ছাঁও মে’ ছবিতে। পরে গানে প্রথমবার নিয়ে আসেন দূর কা রাহী ছবিতে। ‘ম্যাঁয় এক পন্ছী মতওয়ালা রে’ এই গান অমিত যখন রেকর্ড করেন তখন তার বয়স মাত্র তেরো বছর। সময় অনেক পেড়িয়েছে।

কিশোর কুমারের আগামী জন্মদিনে বাবার গানের আনপ্লাগড কভার ভার্সান নিয়ে আসছেন অমিত। মাঝে নিজের পপুলার হিন্দি ছবির কভার ভার্সান সিরিজ করেছেন অমিত স্বয়ং। ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়, রোজ রোজ আখোঁ তলে,মুঝকো ইয়ে জিন্দেগি, ইঁয়াদ আ রহি হ্যায় এর মতো গানের কভার ভার্সান যথেষ্ট সফল হয়। সেই থেকেই অগস্ট মাসে বাবার জন্মদিন উপলক্ষে তাঁর গানের কভার ভার্সান নিয়ে আসার কথা ভাবলেন অমিত।তিনি জানান,” বাবার জন্মদিন উপলক্ষে ৪ অগাস্ট আশির দশকের একটা জনপ্রিয় হিন্দি গানের আনপ্লাগড কভার ভার্সান করেছি। গানটা কি এখনই বলছি না। ওটা সাসপেন্স থাক। অনেকেই বাবার গানের অনুরোধ করেন। তাই এই গানটা করলাম। এছাড়াও এই মাসেই বাবার গান নিয়ে দুটো ম্যাশআপ কভার ভার্সান প্রকাশ পাবে। সবটাই এই বিশেষ মাসের কথা ভেবেই করা।পরে আবার আমি নিজের গানে মনোসংযোগ করব। গানটার প্রোমোতে আমরা বাবারই দেওয়া একটা সাক্ষাত্কারের অংশ ব্যাবহার করেছি। কলকাতার অ্যাড মেকার্সে রেকর্ড করা হয়েছিল। সেখানে গায়ক অমিত কুমারকে নিয়ে বলতে শোনা যায় বাবা কিশোর কুমারকে।”

গানটা আগামী ৪ অগাস্ট অমিত কুমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে প্রকাশ পেতে চলেছে।

প্রসঙ্গত এর আগে অমিত তাঁর বাবাকে শ্রদ্ধা নিবেদন করেছেন ‘বাবা মেরে’-শীর্ষক এক বিশেষ মিউজিক ভিডিওতে। কন্যা মুক্তিকাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন বাবাকে। ইউটিউবে গানটির ভিউয়ারশিপ এক মিলিয়ন পার করেছে অন মেরিট।

নিঃসন্দেহে এই নতুন উদ্যোগ কিশোর অনুরাগীদের কাছে এক অনন্য পাওয়া হতে চলেছে।

আরও পড়ুন: কিশোর কুমারের সাত অবতার নিয়ে এবারের ‘তোমায় পড়েছে মনে’