KIFF: অগস্টে বাড়ি গিয়ে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর, তাও কেন ‘কিফ’-এ আসছেন না অমিতাভ?
KIFF: আগামী মাসের ৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ওই মাসেরই ১২ তারিখ পর্যন্ত। একের পর এক মেগা চমক থাকতে চলেছে এবারের কিফে। তবে রয়েছে এক মন খারাপ করে দেওয়া খবরও। শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর হাজার অনুরোধ সত্ত্বেও থাকবেন না অমিতাভ বচ্চন।
আগামী মাসের ৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ওই মাসেরই ১২ তারিখ পর্যন্ত। একের পর এক মেগা চমক থাকতে চলেছে এবারের কিফে। তবে রয়েছে এক মন খারাপ করে দেওয়া খবরও। শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর হাজার অনুরোধ সত্ত্বেও থাকবেন না অমিতাভ বচ্চন। প্রতিবারই কিফের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হাজির থাকলেও এবারে তার অন্যথা হতে চলেছে। কিন্তু কেন? জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার জন্যই নাকি কিফে আসার প্রস্তাব নাকোচ করে দিয়েছেন বিগ-বি। তাঁর জলদগম্ভীর কণ্ঠস্বরে সিনেমা নিয়ে নানা বিশ্লেষণ তাই এবার শোনা যাবে না বলেই এখনও পর্যন্ত খবর। গত অগস্ট মাসে অমিতাভ বচ্চনের আমন্ত্রণে তাঁর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই জানা গিয়েছিল, অমিতাভকে সস্ত্রীক কিফে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছেন মমতা। প্রাথমিক ভাবে সেই অনুরোধে সাড়া দিলেও এখন যদিও অমিতাভের মুখে অন্য সুর। তবে অমিতাভ না এলেও আসবেন জয়া বচ্চন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়া বচ্চনের সমীকরণ বেশ ভাল।
২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে মমতা অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার আর্জি জানিয়েছিলেন। অন্যদিকে, জয়া বচ্চনকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মে প্রচারের মুখ হয়ে সাহায্য করতে। তাই ‘মমতা বোন’-এর ডাক তিনি ফেরাচ্ছেন না বলেই সূত্রের খবর। অমিতাভ না এলেও এবার মঞ্চ মাতাতে দেখা যাবে দুই খানকে। সব কিছু ঠিক থাকলে কিফের মঞ্চ উজ্জ্বল করে তুলবেন সলমন ও শাহরুখ,