RG Kar Case Verdict: বিচারের আশায় চলছে ‘কাউন্টডাউন’, আদালতে পৌঁছলেন অভিযুক্ত সিভিক
RG Kar Case Verdict: আরজি কর-কাণ্ড তিলোত্তমার বিচার চেয়ে সকাল থেকে ভিড় বাড়ছে শিয়ালদহ কোর্ট চত্বরে। অভিযুক্তের ফাঁসির দাবিতে উঠছে স্লোগান। নজিরবিহীন নিরাপত্তার ছবি দেখা যাচ্ছে কোর্ট চত্বরে।
LIVE NEWS & UPDATES
-
ওপেন কোর্টে হবে রায়দান
গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। সেই ঘটনার পর ১৬২ দিন কেটে গিয়েছে। এখনও বিচারের আশায় বসে আছে তাঁর পরিবার। কয়েক মাস ধরে আদালতে রুদ্ধদ্বার কক্ষে হয়েছে শুনানি। তবে আজ, শনিবার ওপেন কোর্টে রায়দান হবে বলে জানিয়েছেন তিলোত্তমার পরিবারের আইনজীবী।
-
শিয়ালদহ কোর্ট ঘিরে রাখছে ২০০ পুলিশ
দীর্ঘ শুনানি পর্ব শেষ করে শনিবার রায়দান করবে শিয়ালদহ আদালত। সেখানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। আরজি হাসপাতালে ভাঙচুরের পর প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়ে। শনিবার তাই নিরাপত্তা বলয় তৈরি করেছে কলকাতা পুলিশ।
শুধুমাত্র শিয়ালদহ আদালত চত্বরে প্রায় ২০০ পুলিশ কর্মী মোতায়েন থাকছে। দুজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকছেন। তাঁদের সঙ্গে থাকবেন তিনজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, আটজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, ১৫ জন সাব-ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর ২০ জন, ৫৫ জন মহিলা পুলিশ ও ৮০ জন কনস্টেবল।
-
তিলোত্তমার বিচারের আশায় রাতের পর রাত জেগেছে কলকাতা শহর। আজ, শনিবার রায় ঘোষণা করবে শিয়ালদহ কোর্ট। এদিন সকাল থেকে কোর্ট চত্বরে দেখা যাচ্ছে নজিরবিহীন ছবি। জড় হয়েছেন বহু মানুষ। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে কোর্ট চত্বর। মোতায়েন করা হয়েছে ২০০ পুলিশ।
Published On - Jan 18,2025 11:50 AM