Arijit Singh: মহারণের আগে অরিজিতের গান টিভিতে সম্প্রচার না হওয়ায় মন খারাপ? দেখুন এখানে
Arijit Singh: ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের আগে অরিজিৎ সিংহের পারফর্ম করার কথা ছিল আজ অর্থাৎ শনিবার। শোনা গিয়েছিক দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পর দেড়টায় টস। ও দুপুর দুটো থেকে শুরু হবে ম্যাচ। কিন্তু ১টা বেজে যাওয়ার পরেও টিভির পর্দায় অরিজিৎ ও অন্যান্য শিল্পীদের পারফরম্যান্স দেখতে না পেয়ে যখন কার্যত হতাশ হয়ে পড়ছিলেন ভক্তরা তখন আইসিসির তরফে দেওয়া হয় এক বিবৃতি।
ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের আগে অরিজিৎ সিংহের পারফর্ম করার কথা ছিল আজ অর্থাৎ শনিবার। শোনা গিয়েছিক দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পর দেড়টায় টস। ও দুপুর দুটো থেকে শুরু হবে ম্যাচ। কিন্তু ১টা বেজে যাওয়ার পরেও টিভির পর্দায় অরিজিৎ ও অন্যান্য শিল্পীদের পারফরম্যান্স দেখতে না পেয়ে যখন কার্যত হতাশ হয়ে পড়ছিলেন ভক্তরা তখন আইসিসির তরফে দেওয়া হয় এক বিবৃতি। সেই বিবৃতিতে লেখা হয়, “নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানটি ইনস্টেডিয়া ফ্যানদের জন্য। ব্রডকাস্ট করা হবে না” অর্থাৎ যারা ওখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র তাঁদের জন্যই এই অনুষ্ঠান। তা টিভিতে দেখানো হবে না। তবে মন খারাপ করার কিছু নেই। আপনার প্রিয় গায়ক কেমন পারফর্ম করেছেন তা যদি একান্ত ভাবেই আপনি না দেখে থাকেন, তবে তাঁর ফ্যানপেজ করে দিয়েছে সেই সুযোগ। স্টেডিয়ামে উপস্থিত হয়ে শেয়ার করেছে বেশ কিছু ভিডিয়ো। আর তাতে কিছুটা হলেও দুধের স্বাদ ঘোলে মেটাতে পারবেন আপনি। গোটা রকস্টার মেজাজে গান শুরু করেন অরিজিৎ। লাফিয়ে-ঝাঁপিয়ে গাইতে থাকেন একের পর এক গান, গোটা স্টেডিয়াম উচ্ছাসে মাতোয়ারা।
প্রসঙ্গত, এ দিন সকালেই আহমেদাবাদ পৌঁছে যান অরিজিৎ। সারি সারি বুম তাঁর দিকে এগিয়ে আসতেই অরিজিৎ বলেন, “কী নিয়ে বাইট দেব?”এর পরেই হেসে বলেন, ‘খুব খিদে পেয়েছে। খাবার আছে?” সে যাই হোক, আপাতত দর্শক তাকিয়ে ভারত-পাক ম্যাচের দিকে। শেষ হাসি হাসবে কে? এখন সেটাই দেখার।
]
View this post on Instagram