Akshay Kumar: অস্কারে পাঠানো হল ‘মিশন রানিগঞ্জ’; এত ফ্লপের পর কোন জাদুতে অক্ষয়ের ছবিকে পাঠানো হল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়নের জন্য

Mission Raniganj : ছবির প্রযোজক বাসু ভগনানি, জ্যাকি ভগনানি, দীপশিখা দেশমুখ এবং অজয় কাপুর। ছবিটি পরিচালনা করেছেন চিনু সুরেশ দেশাই। ছবিতে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়াও। ১৩ অক্টোবর, অর্থাৎ, জাতীয় সিনেমা দিবসে মুক্তি পেয়েছে এই ছবি। প্রথম দিনেই সাড়া ফেলে দিয়েছে। সিঙ্গেল স্ক্রিন তো বটেই, পিভিআর, সিনেপলিস, এমনকী, আইনক্সের মতো মাল্টিপ্লেক্সেও মাত্র ৯৯ টাকায় বিক্রি হয়েছে ছবির টিকিট।

Akshay Kumar: অস্কারে পাঠানো হল 'মিশন রানিগঞ্জ'; এত ফ্লপের পর কোন জাদুতে অক্ষয়ের ছবিকে পাঠানো হল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়নের জন্য
'মিশন রানিগঞ্জ'।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2023 | 3:35 PM

লোকের মুখে প্রশংসিত হয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘মিশন রানিগঞ্জ’ ছবিটি। এর আগে অক্ষয়ের বেশ কিছু ছবি পরপর ধাক্কা খেয়েছে বক্স অফিসে। আশা মত ফল করতে পারেনি ‘বচ্চন পাণ্ডে’, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’র মতো ছবি। সেই অর্থে ‘মিশন রানিগঞ্জ’ খানিক ব্যতিক্রম। জাতীয় সিনেমা দিবসে দর্শকের প্রথম পছন্দ ছিল এই ছবি। মাত্র ৯৯ টাকায় বিক্রি হয়েছে ছবির টিকিট। হাউজ়ফুল হয়েছে শো। দর্শকের এত ভালবাসা পাওয়ার পর ছবি নির্মাতারা স্বতন্ত্রভাবে অস্কারের জন্য পাঠিয়েছে ছবিকে।

কেবলমাত্র দর্শকের ভালোবাসা পাওয়ার পরেই নির্মাতাদের মধ্যে বিশ্বাস জন্ম নেয়, হয়তো অস্কারের মনোনয়ন তালিকাতেও জায়গা করে নেবে ‘মিশন রানিগঞ্জ’। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই গল্প। কয়লা খনিতে কাজ করা কিছু মজদুরের আটকে পড়া নিয়ে এই ছবির চিত্রনাট্য। তাঁদের উদ্ধার করতে আসে এক নায়ক। তিনি যশোবন্ত সিং গিল। বলাই বাহুল্য, যশোবন্তের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার।

ছবির প্রযোজক বাসু ভগনানি, জ্যাকি ভগনানি, দীপশিখা দেশমুখ এবং অজয় কাপুর। ছবিটি পরিচালনা করেছেন চিনু সুরেশ দেশাই। ছবিতে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়াও। ১৩ অক্টোবর, অর্থাৎ, জাতীয় সিনেমা দিবসে মুক্তি পেয়েছে এই ছবি। প্রথম দিনেই সাড়া ফেলে দিয়েছে। সিঙ্গেল স্ক্রিন তো বটেই, পিভিআর, সিনেপলিস, এমনকী, আইনক্সের মতো মাল্টিপ্লেক্সেও মাত্র ৯৯ টাকায় বিক্রি হয়েছে ছবির টিকিট। এত কম খরচে টিকিট বিক্রি হতে দেখে হুড়মুড়িয়ে দর্শক টিকিট কেটেছেন ছবির। এবার দেখার অপেক্ষা বাকি দিনগুলো কতটা ব্যবসা করে এই ছবি। অস্কারের মনোনয়ন তালিকাতেই বা জায়গা করে নিতে পারে কি না।