Athiya-Rahul Wedding: মাত্র ১০০ জন আমন্ত্রিত আথিয়া-রাহুলের বিয়েতে; মোবাইল ফোন নিয়ে ঢোকাও নিষেধ
Bollywood Wedding: এক বন্ধু মারফত দেখা হয়েছিল কেএল রাহুল এবং আথিয়া শেট্টির। দেখা হওয়ার সঙ্গে-সঙ্গে একে-অপরের প্রেমে পড়েন দুই তারকা।
বলিউড অন্দরে এখন হইচই। শ্বশুর হচ্ছেন চিরনবীন অভিনেতা সুনীল শেট্টি। বিয়ে করছেন তাঁর একমাত্র কন্যা আথিয়া শেট্টি। এবং তিনি বিয়ে করছেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেট তারকা কেএল রাহুলকে। ফের বলিউডের সঙ্গে বৈবাহিত সম্পর্ক তৈরি হচ্ছে ক্রিকেট জগতের। এই তালিকায় শেষবার নাম লিখিয়েছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। এবার নয়া সংযোজন আথিয়া-রাহুল। আজ (২১ জানুয়ারি) থেকেই শুরু হচ্ছে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। মহারাষ্ট্রের খান্ডালায় সুনীল শেট্টির বিলাশবহুল বাংলোতে বিয়ে করছেন তারকা যুগল। ২৩ জানুয়ারি চার হাত এক হবে।
এরই মধ্যে জানা গেল ঠিক কতজন আমন্ত্রিত আছেন আথিয়া শেট্টি এবং কেএল রাহুলের বিয়েতে। জানা গিয়েছে, ১০০ জনের বেশি আমন্ত্রিত নেই তালিকায়। খুবই বাছাই করে নিমন্ত্রণ করা হয়েছে নাকি। বাড়ির ভিতরেই অনুষ্ঠান সম্পন্ন হবে। খুব বেশি অনুষ্ঠানও নাকি হবে না। ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে মেহেন্দি। ২৩শে বিয়ে। সেইদিনই ১০০ জন আমন্ত্রিতের উপস্থিত থাকার কথা। প্রত্যেক আমন্ত্রিতকে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন মোবাইল ফোনের ব্যবহার না করেন বিয়ের আসরে। ছবিও যেন পোস্ট না করেন সোশ্য়াল মিডিয়ায়। বলিউডের তাবড় তারকারা উপস্থিত থাকবেন সেই বিয়েতে। এই অনুষ্ঠানের এক সপ্তাহ পর আরও একটি বড় অনুষ্ঠান আয়োজিত হবে দুই পরিবারের পক্ষ থেকে।
সূত্র মারফত জানা গিয়েছেন, ক্রিকেট খেলার ব্যস্ত শিডিউলের মধ্য়েই বিয়ের পরিকল্পনা করেছেন কেএল রাহুল। মে মাসে রয়েছে আইপিএল। সেটি শেষ হওয়ার পর নাকি নবদম্পতি আরও একটি পার্টি দেবেন।
এক বন্ধু মারফত দেখা হয়েছিল কেএল রাহুল এবং আথিয়া শেট্টির। দেখা হওয়ার সঙ্গে-সঙ্গে একে-অপরের প্রেমে পড়েন দুই তারকা। প্রথমে তাঁরা ছিলেন কাছের বন্ধু। সেই বন্ধুত্ব থেকে প্রেম এবং তারপর বিয়ে করতে চলেছেন।