KL Rahul-Athiya Shetty: বিয়ের দিন এল এগিয়ে, কবে সাতপাকে বাঁধা পড়ছেন রাহুল-আথিয়া?
KL Rahul-Athiya Shetty: শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি বিয়ের পর সংসার পাতার জন্য নতুন বাড়িও কিনে ফেলেছেন তাঁরা
তাঁদের প্রেমের খবরে গত তিন বছর ধরে উত্তাল ছিল বাইশ গজ ও শো-বিজ। সাম্প্রতিক খবর বলছে আর দেরি নয়, আগামী তিন মাসের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কেএল রাহুল ও আথিয়ে শেট্টি। আগামী বছরের শুরুতে বিয়ের গুঞ্জন উঠলেও শোনা যাচ্ছে, বিয়ে নাকি এগিয়েছে। যদিও বাবা সুনীল শেট্টি এ কথা মানতে চাননি তবে বিভিন্ন সূত্র বলছে, এই মুহূর্তে ক্রিকেটার পরিবার মুম্বইয়ে এসেছেন শেট্টির পরিবারের সঙ্গে কথা বলতে।
শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি বিয়ের পর সংসার পাতার জন্য নতুন বাড়িও কিনে ফেলেছেন তাঁরা। এই মুহূর্তে ওঁরা দুজনেই রয়েছেন জার্মানিতে। রাহুলের পায়ের ব্যথার চিকিৎসার জন্যই সেখানে গিয়েছেন তাঁরা, শোনা যাচ্ছে এমনটাই। আরও শোনা যাচ্ছে, আগামী এক মাস সেখানেই থাকবেন তাঁরা।
সম্পর্ক নিয়ে প্রথম থেকেই চুপ ছিলেন রাহুল-আথিয়া। তবে কেএল রাহুলে বিদেশের সফরে হামেশাই দেখা যেত আথিয়াকে। আথিয়ার ভাই অহন শেট্টির প্রথম সিনেমার প্রিমিয়ারেই প্রথম বার আথিয়ার সঙ্গে ‘পাবলিক এন্ট্রি’ নেন রাহুল। এর আগে ডিসেম্বরেও তাঁদের বিয়ের গুঞ্জন উঠেছিল। ২০১৫ সালে বলিউডে ডেবিউ করেন সুনীল শেট্টি কন্যা আথিয়া। ছবিতে তাঁর নায়ক ছিলেন সুরাজ পঞ্চোলি। শেষবার তাঁকে দেখা যায় নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘মোতিচুর চাকনাচুর’ ছবিতে মুখ্য নারী চরিত্রে। ফিল্মি কেরিয়ারে খুব একটা সফল নন আথিয়া যদিও রাহুল বাইশ গজে বেশ সফল। আপাতত দুই হৃদয় কবে এক হতে চলেছে তা নিয়েই মেতে আছে সেলেব কাপলের ভক্তরা।