Jonaki Mukherjee: সঙ্গীত জগতে পা রাখলেন দেবজ্যোতি-পত্নী জোনাকি

Jonaki Mukherjee: জোনাকি পেশায় মনস্তত্ত্ববিদ ও শিক্ষক। যদিও সঙ্গীতের প্রতি তাঁর ভালবাসা ছোট থেকেই।

Jonaki Mukherjee: সঙ্গীত জগতে পা রাখলেন দেবজ্যোতি-পত্নী জোনাকি
পেশাগত জীবনেও জোট বাঁধলেন সঙ্গীত পরিচালক-আয়োজক দেবজ্যোতি মিশ্র ও তাঁর স্ত্রী জোনাকি মুখোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2022 | 7:13 PM

সাংসারিক জোট বেঁধেছেন আগেই। এবার পেশাগত জীবনেও জোট বাঁধলেন সঙ্গীত পরিচালক-আয়োজক দেবজ্যোতি মিশ্র ও তাঁর স্ত্রী জোনাকি মুখোপাধ্যায়। জনপ্রিয় লোকগান ‘সুজন আমার ঘরে কেন আইল না’ গেয়ে দর্শকদের উপহার দিলেন জোনাকি। অন্যদিকে এই গোটা গানের নেপথ্যের কাণ্ডারী হয়ে সেই গানকে অন্য মাত্রায় পৌঁছে দিলেন দেবজ্যোতি। গানটি নতুন নয়, তবু যুগলের ছোঁয়ায় সেই গানে যেন নতুনত্বের ছোঁয়া।

জোনাকি পেশায় মনস্তত্ত্ববিদ ও শিক্ষক। যদিও সঙ্গীতের প্রতি তাঁর ভালবাসা ছোট থেকেই। গান শিখেছেন উস্তাদ সাগিরুদ্দিন খান, অশোকতরু বন্দ্যোপাধ্যায় ও দেবব্রত বিশ্বাসের কাছে। পড়াশোনায় মনোনিবেশ করায় গানকে পেশা বানানো হয়ে ওঠেনি জোনাকির। প্যাশান-পেশার দ্বন্দ্বে ব্যস্ত জীবনে অবশেষে প্যাশনের জয় হল এবার।  জোনাকি গেয়ে ফেললেন নিজের প্রথম সিঙ্গল। গানটির এই নতুন ভার্সন ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, ইউটিউবে প্রায় এক লক্ষ মানুষ শুনে ফেলেছেন এই গান।

রইল গানের লিঙ্ক…