Abdul Gaffar Chowdhury Death: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর প্রয়াণ
Abdul Gaffar Chowdhury Death: বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি…’ সারাবিশ্বে বিখ্যাত কবিতার এই অংশ বিশেষ যে ব্যক্তি রচনা করেছিলেন, তিনি আর কেউ নন, বাংলাদেশের সাংবাদিক ও কবি আব্দুল গাফফার চৌধুরী। লন্ডনে প্রয়াত হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৯.০৫.২০২২) মৃত্যুর কোলে ঢলে পড়েন কবি। লন্ডন থেকেই খবরটি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বাংলাদেশের মাটি ছেড়ে ১৯৭৪ সালের ব্রিটেনে পাকাপাকিভাবে বসবাস করছিলেন গাফফার চৌধুরী। বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আব্দুল গাফফার চৌধুরীর জন্ম ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর। বরিশালের উলানিয়ার চৌধুরীর ঘর আলো করে জন্মেছিলেন তিনি। তাঁর বাবা ছিলেন হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা মোসাম্মৎ জহুরা খাতুন। উচ্চশিক্ষা লাভ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বিষয় ছিল বিএ অনার্স। ১৯৫০ সালে সাংবাদিকতা শুরু করেন। ১৯৬৩ সালে ‘সোনার বাংলা’ পত্রিকার সম্পাদক হন। তারপর বহু পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সীমানা পাড় করে পরিবারের সঙ্গে কলকাতায় এসেছিলেন। তারপর দেশে ছেড়ে দেন ১৯৭৪ সালে।
১৯৫২ সালে লিখেছিলেন, ‘আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি…’। বাংলাদেশে তখন চলছে ভাষা আন্দোলন। এক সাক্ষাৎকারে গাফফার চৌধুরী বলেছিলেন, “সেই সময় বাংলাদেশে আন্দোলন চলছিল৷ ভাষা আন্দোলন কিন্তু ৫২ সালে শুরু হয়নি। শুরু হয়েছিল ১৯৪৮ সালে। উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন মিস্টার জিন্নাহ৷ ১৯৫২ সালে এসেই আন্দোলন রক্তাক্ত হয়ে ওঠে।”