Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চঞ্চলের ‘দম’ দেখেই অসন্তোষ! জুটল ‘ভারতের দালাল’ তকমা, কী অপরাধ তাঁর?

ফের সমালোচনার মুখে অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর 'দম' দেখেই ক্ষোভে ফেটে পড়লেন ওপার বাংলার নেটিজেনদের একটা বড় অংশ। শুধু কি তাই? বয়কটের ডাকও দিলেন অনেকে। কী করছেন তিনি? কী দোষ এই অভিনেতার? চরকি ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে চঞ্চলের নতুন ছবি 'দম'।

চঞ্চলের 'দম' দেখেই অসন্তোষ! জুটল 'ভারতের দালাল' তকমা, কী অপরাধ তাঁর?
চঞ্চল চৌধুরী।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2023 | 7:07 PM

ফের সমালোচনার মুখে অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর ‘দম’ দেখেই ক্ষোভে ফেটে পড়লেন ওপার বাংলার নেটিজেনদের একটা বড় অংশ। শুধু কি তাই? বয়কটের ডাকও দিলেন অনেকে। কী করছেন তিনি? কী দোষ এই অভিনেতার? চরকি ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে চঞ্চলের নতুন ছবি ‘দম’। তারই ফার্স্টলুক শেয়ার করেছিলেন তিনি ইনস্টাগ্রামে। যা দেখামাত্রই নেটিজেনদের একটা বড় অংশ তাঁর উপর ক্ষোভ উগরে দিয়েছেন। একই সঙ্গে পুরনো প্রসঙ্গ টেনে এনে করেছেন তাঁকে তুলোধনা।

বেশ কিছু দিন আগের ঘটনা। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর বাংলাদেশিদের একটা বড় অংশের নিষ্ঠুর উন্মাদনায় প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন, “বাংলাদেশে অনেকে ভারত বিদ্বেষী আছে এটা তো অস্বীকার করার জায়গা নেই। এটা বাস্তব। সব দেশেই এমন থাকে। বাংলাদেশেও আছে। তবে এটা বাংলাদেশের সার্বিক ছবি নয়। আর যারা ভারত বিদ্বেষী তাদের তো জনে জনে গিয়ে আমার পক্ষে বলা সম্ভব নয় যে, ভারতকে সাপোর্ট করো।’ যোগ করেছিলেন, “এটা তো অস্বীকার করার জায়গা নেই যে, বাংলাদেশে ভারত বিদ্বেষীর সংখ্যা কম নয়। সেটা রাজনীতি হোক বা খেলাধুলো, সবক্ষেত্রেই। উল্টোদিকে বাংলাদেশের প্রচুর মানুষ ভারতের সিনেমা ভালোবাসে, মুক্তিযুদ্ধের অবদানকে মনে রাখে। যাঁরা মুক্তিযুদ্ধের অবদানকে মনে রাখে না, তারা বংশ পরম্পরায় ভারত বিরোধী। তারা সব সময় পাকিস্তানের পক্ষে।”

তাঁর এই কথায় বিতর্কের ঝড় উঠেছিল। অনেকেই দাবি করেছিলেন, যেহেতু চঞ্চল ভারতের অনেক ছবির অংশ, সেই কারণে তোষামদ করছেন অভিনেতা, ভারতের পাশে দাঁড়িয়ে ছোট করছেন নিজের দেশের মানুষকে। যদিও চঞ্চল জানিয়েছিলেন তাঁর কথার ভুল ব্যাখ্যা হচ্ছে। সময় পার হয়েছে। তবু মানুষ যে এখনও ভোলেনি সেই পুরনো কথা এই পোস্টের কমেন্ট সেকশন যেন সেই ইঙ্গিতই দিচ্ছে।