‘মান-সম্মান সব গেল’, কোন সখ মেটাতে গিয়ে লজ্জায় কিরণ দত্ত?
Kiran Dutta Viral Video: কিরণ দত্ত ইস্টবেঙ্গল টিমের ভক্ত। ইচ্ছে ছিল স্বপ্নের টিমের সঙ্গে দেখা করা। তবে দেখা করাই নয়, বরং সবার সঙ্গে কিরণের কাটল একটা আস্ত দিন। কিরণ দত্ত সকলের সঙ্গে দেখা করলেন।

জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত সোশ্যাল মিডিয়ায় হাজির মানেই দর্শক দরবারে সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল। কিরণ দত্ত কেরিয়ারের শুরু থেকেই নানান বিষয় ভিডিয়ো শেয়ার করে থাকেন। নিজের জীবনের নানা ছোটবড় ঘটনাও যে তালিকা থেকে বাদ পড়ে না। এবার তেমনই এক স্বপ্নপূরণের গল্প সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। কিরণ দত্ত ইস্টবেঙ্গল টিমের ভক্ত। ইচ্ছে ছিল স্বপ্নের টিমের সঙ্গে দেখা করা। তবে দেখা করাই নয়, বরং সবার সঙ্গে কিরণের কাটল একটা আস্ত দিন। কিরণ দত্ত সকলের সঙ্গে দেখা করলেন। কোচের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলে জানালেন, তিনি বেশ ভাল মনের মানুষ। তবে মনের কোণে লুকিয়ে থাকা ইচ্ছেটা প্রকাশ করতে ভুললেন না। সকলকে বলে বসলেন, তিনি খেলতে চান। খেলার আগে তাই নিয়ম মেনে করে নিলেন শরীরচর্চাও। তবে তা যে খুব একটা সুখকর ছিল না, তা তাঁকে দেখেই বোঝা যায়।
View this post on Instagram
তবে ভুলটা কোথায় হল? কেন লজ্জায় পড়তে হল তাঁকে। কিরণ সদ্য যে ভিডিয়োটি শেয়ার করেছেন, সেই ভিডিয়োতে ধরা পড়ল সবটাই। তিনি হঠাৎ টিমের গোলকিপারকে বলে বসলেন, তিনি গোল দেবেন, তিনি যেন তা ঠেকিয়ে দেখান। বলেই কিরণ বল মারলেন পা, তবে এ সত্যি পূরণ হল না। কারণ গোল গোলপোস্টের গণ্ডি পার করতে পারল না। যার ফলে লজ্জা চেপে রাখতে না পেরে কিরণ নিজেই বলে বসলেন, মান সম্মান কিছুই থাকল না। ভিডিয়ো শেয়ার হতেই তা সকলের নজর কাড়ে। দিনটি যে তাঁর কাছে সেরার সেরা হয়ে থাকল, তাও কিরণ একবাক্যে জানিয়ে দিতে দুবার ভাবলেন না।





