Trolled Aishwarya Rai: আবার ট্রোলের শিকার ঐশ্বর্যা, কী বললেন নেটিজ়েনরা
Trolled Aishwarya Rai: মনিরত্নম পরিচালিত ‘পোন্নিয়ান সেলভান’ ছবির ট্রেলার লঞ্চ হতেই সকলের মধ্যে ছবি নিয়ে কৌতুহল তৈরি হয়েছে।
আবার ট্রোলের শিকার ঐশ্বর্যা রাই বচ্চন। তিনি তাঁর নতুন ছবি ‘পোন্নিয়ান সেলভান’ ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চে অংশ নিতে দক্ষিণে যান। সেখানে তাঁর ছবি সামনে আসতেই শুরু হয় সমালোচনা তাঁর চেহারা নিয়ে। এই প্রথম নয়, ঐশ্বর্য প্রায়ই তাঁর চেহারা নিয়ে ট্রোলের মুখোমুখি হন, আবারও হলেন। বিনোদন জগতের মানুষ হলেই তাঁদের চেহারায় চাকচিক্য থাকতে হবে, এমনই একটা ধারণা বেশ কিছু মানুষের। তাঁদের যেন বয়স হতে নেই। এরই প্রত্যক্ষ উদাহরণ ঐশ্বর্যা। বিশ্বসুন্দীর তিনি। কিন্তু বয়সের সঙ্গে তার একটা ছাপ পড়েই। আর সেখানেই শুনতে হয় নানা কথা। তাঁকে দেখতে খারাপ লাগছে এই বলেই খ্যান্ত নন কিছু নেটিজ়েনরা। তাঁকে নানা রকম বিশ্লেষণে ভূষিত করছেন তাঁরা। শাকচুন্নি বা ড্রাকুলা বলতেও দ্বিধা করেননি তাঁরা ঐশ্বর্যাকে।
এমনকি বোটক্সের ফল তাঁর এই রূপ, সেটাও বলেছেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়া এই ট্রোলগুলি অবশ্যই কদর্য এবং ব্যক্তিগত হওয়ার সমস্ত লাইন অতিক্রম করেছে এবং তাঁদের সৌন্দর্যের মানের সঙ্গে মেলে না বলে নায়িকাকে খারাপভাবে লজ্জা দিচ্ছেন। অন্যদিকে এই সমালোচনা পেয়ে তিনি কি করেছেন? নিশ্চিত কিছুই না।
ঐশ্বর্যার অনুগত ভক্তরা অবশ্য তাঁর পোশাক পরা থেকে তাঁকে কতটা সুন্দর দেখাচ্ছে সেই প্রশংসায় পঞ্চমুখ। অভিনেত্রীর ভক্তরা তাঁর সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণ তিনি মহামারীর কারণে চার বছরেরও বেশি সময় ধরে কোনও কাজ করেননি। কাজ এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখার জন্য তাঁর ব্যক্তিগত পছন্দ, বিশেষ করে মেয়ে আরাধ্যার জন্য। ঐশ্বর্যা জানিয়েছিলেন যে তিনি কখনই ইঁদুর দৌঁড়ের অংশ নন এবং কে কোথায় যাচ্ছেন তা নিয়ে ভাবেন না, এই মুহূর্তে তাঁর অগ্রাধিকার মেয়ে এবং তিনি সর্বদা তাঁর জন্য উপলব্ধ। অ্যায় দিল হ্যায় মুশকিল অভিনেত্রী তাঁর মেয়ের সম্পর্কে খুব বেশি সচেতন হওয়ার জন্য এবং তাঁকে সর্বত্র আগলে রাখার জন্য ট্রোলডও হয়েছেন।
মনিরত্নম পরিচালিত ‘পোন্নিয়ান সেলভান’ ছবির ট্রেলার লঞ্চ হতেই সকলের মধ্যে ছবি নিয়ে কৌতুহল তৈরি হয়েছে। চোল রাজ বংশের উপর আজ থেকে হাজার বছর আগের ঘটনা নিয়ে তৈরি ছবির গল্প। লার্জার দ্যান লাইফ আর একটি দক্ষিণী ছবি পুজোতে আসতে চলেছে।