Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cinema Hall: ‘হলুদ সতর্কতা’ জারি রাজধানীতে, ফের বন্ধ সিনেমা হল

এ দিন কোভিড পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এক উচ্চপর্যায়ের বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী। সোমবার দিল্লিতে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৩৩১ জন।

Cinema Hall: 'হলুদ সতর্কতা' জারি রাজধানীতে, ফের বন্ধ সিনেমা হল
ফের বন্ধ সিনেমা হল
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2021 | 5:50 PM

বছর শেষে করোনার নয়া আতঙ্ক বিশ্বজুড়ে। দেশ তথা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন সংক্রমণ, একমাসেই বিশ্বের ১১৭টি দেশে ছড়িয়ে পড়েছে নতুন ভ্যারিয়েন্ট। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬০০ পার। রাজধানীর পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। সেখানে জারি হয়েছে হলুদ সতর্কতা। আর এরই মাঝে মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল সরকার সেখানকার সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ৫০ শতাংশ নিয়ে রেস্তরাঁ খোলার সিদ্ধান্ত নিয়েছে কেজরীর সরকার।

এ দিন কোভিড পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এক উচ্চপর্যায়ের বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী। সোমবার দিল্লিতে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৩৩১ জন। ৬ জুনের পর একদিনে যা সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, সেই কারণেই এই আগাম সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কেজরীর সরকার।

কোভিডের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময়েও বন্ধ রাখা হয়েছিল সিনেমা হল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই প্রথমে ৫০ শতাংশ ও বর্তমানে ১০০ শতাংশ দর্শক নিয়েই খোলা হয়েছিল সিনেমা হল। হাসি ফুটেছিল হল মালিকদের মুখে। এ রাজ্যে এখনও পর্যন্ত হল বন্ধ করে রাখার কোনও সিদ্ধান্ত নেওয়া না হলেও চিন্তার ভাঁজ পড়েছে হলমালিকদের মুখে। প্রমাদ গুণতে শুরু করেছেন তাঁরা। বলিউডের অন্দরেও পৌঁছেছে ওমিক্রণ আতঙ্ক। ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে শাহিদ কাপুর ও ম্রুণাল ঠাকুরের ছবি জার্সির মুক্তি।

আরও পড়ুন- Nusrat Jahan: একুশ জুড়ে বিতর্কের অন্য নাম নুসরত জাহান