Anup Ghoshal: স্তব্ধ হল গুপী গাইনের ‘স্বর’, আর কেউ গাইবেন না ‘ভূতের রাজা দিল বর…’

Anup Ghoshal: তিনি গেয়েছিলেন, 'তুঝসে নারাজ নহি জিন্দেগি'--- ভূতের রাজার কাছে বর চেয়ে গেয়েছিলেন সেই আইকনিক গানও। তাঁর গলায় নজরুলগীতি শুনতে রাতের পর রাত জেগে বসে থাকতেন ভক্তরা... তবে আর এ সব হবে না। কারণ মানুষটাই যে আর নেই। সঙ্গীতজগতে নিদারুণ খবর।

Anup Ghoshal: স্তব্ধ হল গুপী গাইনের 'স্বর', আর কেউ গাইবেন না 'ভূতের রাজা দিল বর...'
প্রয়াত অনুপ ঘোষাল
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2023 | 4:56 PM

তিনি গেয়েছিলেন, ‘তুঝসে নারাজ নহি জিন্দেগি’— ভূতের রাজার কাছে বর চেয়ে গেয়েছিলেন সেই আইকনিক গানও। তাঁর গলায় নজরুলগীতি শুনতে রাতের পর রাত জেগে বসে থাকতেন ভক্তরা… তবে আর এ সব হবে না। কারণ মানুষটাই যে আর নেই। সঙ্গীতজগতে নিদারুণ খবর। প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার অনুপ ঘোষাল। এ দিন অর্থাৎ শুক্রবার কলকাতায় নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তাঁর। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৭৮ বছর।

কেরিয়ারে একের পর এক আইকনিক গান উপহার দিয়েছেন তিনি। ‘সাগিনা মাহাতো’র মতো ছবিতে করেছেন সঙ্গীত পরিচালনা। এ ছাড়াও সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ এবং ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রে গান গেয়ে পেয়েছিলেন বিশ্বজোড়া খ্যাতি। ১৯৮১ সালে ‘হীরক রাজার দেশে’র জন্য জাতীয় পুরস্কারও পান। তবে শুধু বাংলাতেই নয়, হিন্দি, ভোজপুরি ও অসমিয়া ভাষাতেও গান গেয়েছেন তিনি। ‘মাসুম’ ছবির ‘তুঝসে নারাজ নহি জিন্দেগি’ আজও কেউ ভুলতে পারেননি।

সঙ্গীতশিল্পীর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকপ্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি লেখেন, “বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৮ বছর। নজরুলগীতি ছাড়াও তিনি বাংলা, হিন্দি-সহ অন্যান্য ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন। বিশ্ববরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রে তাঁর গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাঁকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। অনুপ ঘোষালের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” গুপী বিদায় নিয়েছিল অনেক আগেই.. এবার থেমে গেল গুপীর গানের অন্যতম নেপথ্যের কারিগর। সঙ্গীতজগৎ আজ দিশেহারা।