Taapsee Pannu: বিয়ের আগেই সন্তান! আলিয়াকে এই ভাবে খোঁচা তাপসী পান্নুর?
Taapsee Pannu: বিয়ের আগেই গর্ভবতী হন আলিয়া ভাট। তা নিয়েই কি খোঁচা দিলেন তাপসী পান্নু?
বেশ কিছু বছর ধরেই ব্যাডমিন্টন কোচ ম্যাথিয়াস বো-র সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। প্রেমের কথা প্রথম দিকে লুকিয়ে রাখলেও এখন যদিও সকলেরই সবটা জানা। কিন্তু বিয়ে কবে? ইনস্টাগ্রামের #Askmeanything সেশনে এমনই এক প্রশ্ন করা হয় তাঁকে। সোজাভাবে মোটেও উত্তর দিলেন না তাপসী। পরোক্ষে কি খোঁচা দিলেন আলিয়া ভাটকে? উত্তর শুনে কিন্তু সকলে মনে করছেন এমনটাই। বিয়ের দিনক্ষণ জানতে চাইলেই তাপসী লেখেন, “কবে বিয়ে করব? এখনও তো প্রেগন্যান্ট হইনি। তাই খুব তাড়াতাড়ি করছি না। জানাব আপনাকে।” এর পরেই যদিও অট্টহাসিতে ফেটে পড়েন তিনি। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আলিয়া। ইলিয়ানা ডি ক্রুজও এই মুহূর্তে মা হতে চলেছেন। তিনিও অবিবাহিত। সে প্রসঙ্গ টেনে এনেই কি এই ধরনের উত্তর দিলেন তাপসী? রালিয়া ভক্তরা কিন্তু মোটেও খুশি নয়, তাপসীর এই উত্তরে। তাঁদের বক্তব্য, “যার যা খুশি করতেই পারে, তাহলে আপনার সমস্যাটা কোথায়?”
প্রসঙ্গত, এর আগে সন্তান-বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তাপসী বলেন, “তখনই বিয়ে করব যখন সন্তানের জন্ম দিতে চাইব। বিয়ের বাঁধনের বাইরে সন্তান জন্ম দিতে আপত্তি নেই। বড়সড় বিয়ে চাই না। কাছের মানুষেরা থাকবে শুধু।” এ তো গেল বিয়ের কথা। এই মুহূর্তে হাতে একগুচ্ছ কাজ রয়েছে তাপসীর। শাহরুখ খানের সঙ্গে ‘ডানকি’ তে দেখা যাবে তাঁকে। ছবিটির পরিচালনায় রয়েছেন রাজকুমার হিরানী।
View this post on Instagram