Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik-Natasa: ফের বিয়ের পিঁড়িতে নাতাশা, হার্দিক পান্ডিয়ার পরিবার ভাঙছে?

Hardik-Natasa: নাতাশা স্তানকোভিচ ও হার্দিক পান্ডিয়ার বিয়ের খবর কে না জানেন? তাঁদের এক সন্তানও রয়েছে। তবে এবার এক চমকে দেওয়ার খবর। হার্দিকের সঙ্গে বিয়ের তিন বছর পর আবারও বিয়ে করছেন নাতাশা।

Hardik-Natasa: ফের বিয়ের পিঁড়িতে নাতাশা, হার্দিক পান্ডিয়ার পরিবার ভাঙছে?
পান্ডিয়া পরিবারে ভাঙনের সুর?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2023 | 3:07 PM

নাতাশা স্তানকোভিচ ও হার্দিক পান্ডিয়ার বিয়ের খবর কে না জানেন? তাঁদের এক সন্তানও রয়েছে। তবে এবার এক চমকে দেওয়ার খবর। হার্দিকের সঙ্গে বিয়ের তিন বছর পর আবারও বিয়ে করছেন নাতাশা। তবে এবার বেছে নিয়েছেন ‘হোয়াইট ওয়েডিং’। বিয়ের দিন ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে’র দিন। আর বিয়ের স্থান রাজস্থানের উদয়পুরে। নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, তবে কি হার্দিকের পরিবার ভাঙছে? না, নাতাশা বিয়ে করছেন হার্দিককেই। তিন বছর আগে শুধুমাত্র আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। সেলিব্রেশনের বাকি ছিল অনেকটাই। আর সেই কারণেই তিন বছর সবটাই পুষিয়ে নিতে চলেছেন স্বামী-স্ত্রী। বেশ বড় করেই হবে অনুষ্ঠান। শোনা যাচ্ছে, বিয়েতে নাকি এক নামজাদা বিদেশি সংস্থার গাউন পরবেন নাতাশা। সব মিলিয়ে তোড়জোড় চলছে চরমে।

২০২০ সালে নাতাশা ও হার্দিকের বিয়ে নিয়ে বেশ চর্চা হয়েছিল। হার্দিক করণ জোহরে চ্যাট শো-য়ে এসে করেছিলেন এক বিতর্কিত মন্তব্য। সে নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলা। এমনকি হার্দিকের কেরিয়ারও দাঁড়িয়েছিল প্রশ্নের মুখে। এর কিছু দিন পর হঠাৎ করেই নাতাশাকে বিয়ের কথা ঘোষণা করেন তিনি। ২০২০ সালের ৩১ মে বিয়ে তাঁদের। তবে চমকের বাকি ছিল আরও।

ওই বছরেরই বিয়ের মাত্র দু’মাসের মধ্যেই নাতাশা জন্ম দেন এক পুত্র সন্তানের। নাম রাখেন অগস্ত্য। বিয়ের আগেই সন্তানসম্ভবা হয়ে পড়েছিলেন নাতাশা– এই খবর প্রকাশ্যে আসতেই ওই সেলেব দম্পতিকে পড়তে হয়েছিল তীব্র ট্রোলিংয়ের মুখেও। যদিও সে সব এখন অতীত। স্ত্রী ও পুত্রকে নিয়ে ভালই আছেন এই ক্রিকেটার। ১৪ ফেব্রুয়ারি বিয়ের উৎসব পালন করতে চলেছেন তাঁরা। কারা আসেন এখন সেটাই দেখার।