Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Al Pacino: ৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের অপেক্ষায় অস্কারজয়ী অভিনেতা, বান্ধবীর বয়স ২৯

Hollywood Actor Al Pacino: অন্য দিকে, পাচিনোর তিন সন্তান রয়েছে। আল পাচিনোর প্রথম সন্তান জুলি মারি। তাঁর বয়স ৩৩ বছর। তাঁর মা জ্যান ট্যারান্ট পেশায় একজন অভিনয় প্রশিক্ষক। এর আগে ‘গডফাদার’-এর অভিনেতা পাচিনো সম্পর্কে ছিলেন বেভারলি ডি অ্যাঞ্জেলোর সঙ্গে।

Al Pacino: ৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের অপেক্ষায় অস্কারজয়ী অভিনেতা, বান্ধবীর বয়স ২৯
আল পাচিনো ও নূর আলফাল্লাহ
Follow Us:
| Edited By: | Updated on: May 31, 2023 | 5:04 PM

বয়স সংখ্যা মাত্র। তা আবারও একবার প্রমাণ করে দিলেন হলিউডের (Hollywood) অস্কারজয়ী অভিনেতা অ্যাল পাচিনো (Al Pacino)। ৮৩ বছর বয়সে সুখবর শোনালেন। বাবা হতে চলেছেন তিনি। তাঁর ২৯ বছর বয়সী বান্ধবী নূর আলফাল্লাহ বর্তমানে অন্তঃসত্ত্বা। ২০২২-এ তাঁদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। বছর ঘুরতে না ঘুরতেই নতুন খবর শোনালেন এই জুটি।

গতবছর, অর্থাৎ পাচিনোর ৮২তম জন্মদিনে বান্ধবী নূরের সঙ্গে দেখা যায় তাঁকে। নূর পেশায় একজন চলচ্চিত্র প্রযোজক। তাঁদের বয়সের ফারাক ৫৪ বছর। এই নিয়ে সে সময় কম আলোচনা হয়নি। তবে ওই যে শেক্সপিয়ার বলেছিলেন, ‘নামে কী বা আসে যায়…’, ঠিক তেমনই বয়সের ফারাকেও যে কিচ্ছুটি আসে যায় না, তা প্রমাণ করে ছাড়লেন অ্যাল ও নূর। তাঁদের প্রেমে এতটুকু খামতি নেই। বেশ রয়েছেন দু’জনে। করোনার সময় থেকেই মেলামেশা শুরু। শোনা যায়, একে অপরের ছায়া হয়েই পার করেছেন সেই কঠিন সময়। এখন তাঁদের সংসারে বাড়তে চলেছে সদস্য়। মার্কিনি সংবাদমাধ্য Page Six-এ প্রাকশিত খবর অনুযায়ী, আলফাল্লাহ আট মাসের অন্তঃসত্ত্বা।

‘গডফাদার’-এর সঙ্গে প্রেমে মজে আছেন লস এঞ্জেলসের বেভারলি হিলসের বাসিন্দা নূর। তাঁর বাবা কুয়েতি হলেও মা আমেরিকার বাসিন্দা। প্রসঙ্গত, প্রযোজক হিসেবে কেরিয়ার শুরু করার আগে ইউসিএল-এ স্কুল অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন-এ পড়াশোনা করেছেন তিনি। পাচিনোর আগে প্রবীণ গায়ক মিক জ্যাগার এবং কোটিপতি নিকোলাস বারগ্রুয়েনেপের সঙ্গে সম্পর্কে ছিলেন নূর।

তাঁদের দু’জনের যমজ সন্তানও রয়েছে—অ্যান্টন ও অলিভিয়া। চতুর্থবার বাবা ডাক শোনার অপেক্ষায় প্রবীণ অভিনেতা। প্রসঙ্গত, হলিউডের বর্ষীয়ান অভিনেতাদের মধ্যে অন্যতম আল পাচিনো। বিখ্যাত ‘গডফাদার’ সিরিজ-সহ ‘সেইন্ট অফ এ উম্যান’, ‘সি অফ লাভ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। হলিউডে তৈরি হতে চলা ‘মোদি’ বায়োপিকেও দেখা যেতে পারে তাঁকে। এর আগে ৭৯ বছর বয়সে সপ্তমবারের মতো বাবা হয়ে শিরোনাম দখল করেছিলেন পাচিনোর ‘গডফাদার’-এর সতীর্থ রবার্ট ডি নিরো। বান্ধবী টিফানি চেনের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তাঁদের কোল আলো করে এসেছে কন্যসন্তান জিয়া ভার্জিনিয়া চেন ডে নিরো।